রঞ্জি ট্রফি। —ফাইল চিত্র।
রঞ্জি ট্রফির ইতিহাসে যা কখনও হয়নি, এ বার তাই হয়েছে। তৈরি হয়েছেন নতুন নজির। যার কৃতিত্ব দুই বোলারের। তাঁরা আলাদা আলাদা ম্যাচ খেলেও যৌথ ভাবে গড়েছেন নজির।
রঞ্জি ট্রফিতে রেলওয়েজের হয়ে গোয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছেন আকাশ পান্ডে। খরচ করেছেন ৭১ রান। তাঁর দু’দিন আগেই কেরলের জলজ সাক্সেনাও বাংলার বিরুদ্ধে ইনিংসে ৯ উইকেট নিয়েছেন ৬৮ রান দিয়ে। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন নজির তৈরি হয়েছে এই জোড়া ঘটনায়। অতীতে কখনও রঞ্জি ট্রফির এক মরসুমে দু’জন বোলার ইনিংসে ৯ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। যা হয়েছে এ বারের রঞ্জি ট্রফিতে। আকাশ এবং জলজ আলাদা ম্যাচে নেমেও ভারতীয় ক্রিকেটে নতুন নজির গড়েছেন।
রঞ্জি ট্রফিতে ইনিংসে ৯ উইকেট নতুন নয়। ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজিরও রয়েছে একাধিক। দু’জন বোলারের এই কৃতিত্ব রয়েছে। ইনিংসে প্রথম ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বাংলা প্রাক্তন ক্রিকেটার প্রেমাংশু চট্টোপাধ্যায়। তিনি ১৯৫৬-৫৭ মরসুমে অসমের বিরুদ্ধে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। রাজস্থানের প্রদীপ সুন্দরম ১৯৮৫-৮৬ মরসুমে বিদর্ভের বিরুদ্ধে ৭৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে।
জলজ এবং আকাশের আগে র়ঞ্জি ট্রফিতে ইনিংসে ৯ উইকেট নিয়েছেন আরও ছ’জন ক্রিকেটার। তালিকায় প্রথম নাম রেলওয়েজের হায়দর আলি। তিনি ১৯৬৯-৭০ মরসুমে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ২৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালে উত্তরপ্রদেশের আশিস জ়াইদি বিদর্ভের বিরুদ্ধে ৪৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন। তালিকায় তৃতীয় নাম গোয়ার ফয়জল শেখ। তিনি ২০০২-০৩ মরসুমে সার্ভিসেসের বিরুদ্ধে ২৯ রানে ৯ উইকেট নেন। ২০১২-১৩ মরসুমে অঙ্কিত চহ্বন মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ২৩ রানে ৯ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে মেঘালয়ের সঞ্জয় যাদব ৫২ রান খরচ করে ৯ উইকেট নেন নাগাল্যান্ডের বিরুদ্ধে। ২০২২ সালে মণিপুরের ফেইরোইজম জোটিন সিংহ সিকিমের বিরুদ্ধে ৬৯ রানের বিনিময়ে ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন।
রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত মোট ১০ জন ক্রিকেটার ইনিংসে নয় বা তার বেশি উইকেট নিয়েছেন। দু’জন নিয়েছেন ১০ উইকেট করে। বাকি আট জন ৯ উইকেট পেয়েছেন। তবে একই মরসুমে একাধিক ক্রিকেটারের এমন কীর্তির নজির আর নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy