আইপিএল খেলে কতটা উপকৃত হয়েছেন, তা নিয়েছেন মইন। ছবি: টুইটার।
জস বাটলারের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মইন আলি। হঠাৎ ঘাড়ে গুরু দায়িত্ব এসে পড়লেও চাপ সামলেছেন দক্ষতার সঙ্গে। দলকে নেতৃত্ব দেওয়ার কৌশল শিখেছেন ভারতে। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কৃতিত্ব দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে।
কয়েক দিন পরেই আইপিএল খেলতে ভারতে আসবেন মইন। মাঠে নামবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০২১ সাল থেকে আইপিএলের চেন্নাই ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলছেন তিনি। তার আগে তিন বছর তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ। তবে কোহলির কাছে নয়, নেতৃত্বের কৌশল তিনি শিখেছেন ধোনির কাছে। ধোনির কাছ থেকে শিখেছেন চাপের মুখেও কী ভাবে মাথা ঠান্ডা রেখে নেতৃত্ব দিতে হয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ধোনির সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছি। ওর সঙ্গে অনেক কথা বলেছি। নেতৃত্ব নিয়ে ওকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম। সব উত্তর দিয়েছে। ধোনি খুব খোলা মনের ছেলে। ওর কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শিখেছি। ব্যাটিং নিয়েও অনেক কথা হয়েছিল। চেন্নাইয়ে থাকলে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।’’
আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজ়ির হয়ে খেললেও চেন্নাই সম্পর্কে উচ্ছ্বসিত মইন। তিনি বলেছেন, ‘‘অন্য দলের সম্পর্কে বলতে পারব না। তবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজ়ি একটা পরিবারের মতো। আগামী মরসুমের দিকে তাকিয়ে রয়েছি। নিলামে চেন্নাই বেশ ভাল করেছে। নতুন ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আবার চিপকের দর্শকদের সামনে খেলতে পারব। এটাই আমাকে সব থেকে বেশি আনন্দ দিচ্ছে।’’
এক দিনের বিশ্বকাপের পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মইনের। বাঁহাতি ব্যাটার অফ স্পিনার হিসাবেও দক্ষ। তাঁর মতে, ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্যের পিছনে আইপিএলের অবদান রয়েছে। মইন বলেছেন, ‘‘ইংল্যান্ডের জাতীয় দলে আইপিএলের অবদান প্রচুর। শুধু আমি ব্যক্তিগত ভাবে উপকৃত হইনি। আমরা দল হিসাবেও ভারতের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছি। আইপিএল খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের শক্তি এবং দুর্বলতা ভাল করে জানি আমরা। চাইলে সেটা নিজেদের সুবিধা হিসাবে ব্যবহার করাই যায়। ব্যক্তিগত ভাবে বলতে পারি, প্রচুর দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা হয়েছে আইপিএলের জন্যই।’’
মইন বলতে চেয়েছেন, ক্রিকেটার এবং অধিনায়ক দুই হিসাবেই তাঁকে সাহায্য করেছে আইপিএল। দক্ষতা বেড়েছে। পাশাপাশি প্রত্যাশার চাপ নিয়েও কী ভাবে ভাল খেলা যায়, তাও শিখেছেন আইপিএল থেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy