আবার হারলেন রোহিতরা। ছবি আইপিএল
আবার হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে টানা চার ম্যাচে হার তাদের। শনিবার বেঙ্গালুরুর কাছে সাত উইকেটে হারল তারা। দুর্দান্ত খেললেন তরুণ ক্রিকেটার অনুজ রাওয়ত। অসাধারণ ইনিংস পাওয়া গেল কোহলীর থেকেও। তবে অর্ধশতরান অধরাই থাকল তাঁর। যদিও বেঙ্গালুরুর তাতে জিততে কোনও অসুবিধা হল না।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন রোহিত এবং ঈশান কিশন। প্রথম উইকেটেই ৫০ উঠে যায়। এর পরেই মুম্বইয়ের ব্যাটিংয়ে নামে ধস। প্রথমে রোহিতকে ফেরান হর্ষল পটেল। হর্ষলের বলের গতি বুঝতে না পেরে ঠকে গিয়েছিলেন রোহিত। সরাসরি বোলারের হাতেই ক্যাচ তুলে দেন।
দু’ওভার পরেই ফিরলেন ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিস। ওয়ানিন্দু হাসরঙ্গ সেই সময় যেন স্বপ্নের স্পেল করলেন। হাসরঙ্গের গুগলি ধরতে না পেরে ফিরলেন ব্রেভিস। নিজের পরের ওভারের প্রথম বলেই প্রায় একই কায়দায় কায়রন পোলার্ডকে তুলে নেন হাসরঙ্গ। যদিও তার আগে দু’টি উইকেট পড়ে গিয়েছে আরসিবি-র। হাসরঙ্গের দু’টি ওভারের মাঝে বল করতে এসেছিলেন বাংলার আকাশ দীপ। দ্বিতীয় বলে ঈশানকে তুলে নেন তিনি। পঞ্চম বলে গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত থ্রোয়ে ফিরে যান তিলক বর্মা।
মুম্বইয়ের মতো বেঙ্গালুরুও প্রথম উইকেটে ঠিক ৫০-ই তুলেছিল। মুম্বইয়ের মতোই প্রথমে অধিনায়ককে হারায় তারা। জয়দেব উনাদকাটের বলে ছয় মারতে গিয়ে ফিরে যান ডুপ্লেসি। তবে এর পর তরুণ অনুজ রাওয়তের সঙ্গে কোহলী যে জুটি গড়লেন, তাই তাদের জয়ের দিকে এগিয়ে নিয়ে গেল। আলাদা করে বলতেই হবে অনুজের কথা। তরুণ এই ক্রিকেটার আগেই নজর কেড়েছিলেন। শনিবার নিজের জাত চিনিয়ে গেলেন। তাঁর ব্যাট থেকে একের পর এক দর্শনীয় শট বেরল। কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি। পোলার্ডকেও অবলীলায় মিড-অন দিয়ে উড়িয়ে দিয়েছেন।
রাওয়ত ফিরে গেলেও কোহলী দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে তিনি ফিরে যান। এ বারের আইপিএলে প্রথম বার ব্যাট করতে নেমে পরপর দুই বলে দু’টি চার মেরে দলকে জিতিয়ে দেন ম্য়াক্সওয়েল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy