ইংল্যান্ডের বিরুদ্ধে একটি উইকেট নেন ঝুলন। —ফাইল চিত্র
ইংল্যান্ডে জীবনের শেষ সিরিজ খেলতে গিয়েছেন ঝুলন গোস্বামী? এমনটাই বলছেন অনেকে। ঝুলন নিজে যদিও অবসর নিয়ে কিছু বলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে তাঁর বোলিং বুঝিয়ে দিল ভারতীয় দলের এখনও অন্যতম সেরা পেসার তিনিই। ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২২৭ রানে। ঝুলন ১০ ওভার বল করে দেন মাত্র ২০ রান। নেন একটি উইকেট। ভারতের বাকি বোলারদের থেকে সব থেকে কম রান দেন ঝুলন। তিনি এবং মেঘনা সিংহের দাপটে প্রথম ১০ ওভারে সে ভাবে রানই তুলতে পারেনি ইংল্যান্ড। মেঘনাও নেন একটি উইকেট। ভারতের হয়ে দু’টি উইকেট নেন দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন রাজেশ্বরি গায়কোয়াড়, স্নেহ রানা এবং হারলিন দেওল। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান করেন অ্যালিস রিচাবার্ডস। ৪৩ রান করেন ড্যানি ওয়াট।
সেই রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানার দাপটে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। স্মৃতি ৯১ রান করেন। মাত্র ন’রানের জন্য শতরান হাত ছাড়া ভারতীয় ওপেনারের। যষ্টিকা ভাটিয়া করেন ৫০ রান। মাত্র এক রান করে আউট হন শেফালি বর্মা। শেষ পর্যন্ত থেকে ভারতকে ম্যাচ জেতান অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে। হারলিন করেন ছ’রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচে জিতে সেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন ঝুলনরা। অবসর নিলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেই শেষ করতে চাইবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy