দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দেরি করে মাঠে ঢুকলেন রোহিত শর্মারা। টসের ৩৫ মিনিট আগে মাঠে আসে দল। কেন দেরি হল রোহিতদের মাঠে যেতে?
রোহিতেরা রাস্তায় আটকে গিয়েছিলেন। তাঁরা যানজটে আটকে গিয়েছিলেন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, একটা সময় পাকিস্তান দল মাঠে আসতে গিয়ে যানজটে আটকেছিল, কিন্তু তারা ভারতের অনেক আগেই মাঠে পৌঁছে যায়। ভারত যে দিক দিয়ে মাঠে আসছিল সেই দিকে যানজট বেশি ছিল। তাই রোহিতদের মাঠে পৌঁছোতে বেশি সময় লাগে।
ভারতীয় দল আটকে গিয়েছিল সমর্থকদের কারণেই। দুবাইয়ে বহু সমর্থক মাঠে গিয়েছেন। সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছিল। বিপুল সমর্থক মাঠে যাচ্ছিলেন। সেই কারণেই ভারতীয় দল রাস্তায় আটকে গিয়েছিল। টসের ৩৫ মিনিট আগে মাঠে পৌঁছোয় দল। ফলে ম্যাচের আগে গা গরম করার খুব বেশি সময় পাননি রোহিতেরা।
আরও পড়ুন:
টস জিতে পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুর দিকে ভারতীয় বোলারেরা বেশ কিছু ওয়াইড বল করেন। লাইন-লেংথে গন্ডগোল হচ্ছিল ভারতীয় পেসারদের। পায়ে টান লেগেছিল মহম্মদ শামির। তিনি কিছু ক্ষণের জন্য মাঠ ছেড়ে উঠেও গিয়েছিলেন। পরে যদিও ফিরে এসে বল করেন।