ছবি: পিটিআই।
বল হাতে উইকেট তুলে নিলেন বিরাট কোহলি। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট নিলেন তিনি। সাত বছর পর উইকেট নিলেন বিরাট। রবিবার তিনি উইকেট পেতেই ভারতীয় ক্রিকেটারেরা লাফিয়ে ওঠেন। সেই সঙ্গে দর্শকাসনে দেখা যায় অনুষ্কা শর্মাকে দাঁড়িয়ে হাততালি দিতে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা উইকেট নিতে পারেননি। মাঝের ওভারে তাই রোহিত শর্মা বল তুলে দেন বিরাটের হাতে। এর আগে বাংলাদেশ ম্যাচে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ায় তাঁর ওভার শেষ করেছিলেন বিরাট। তিন বল করেছিলেন তিনি। এই ম্যাচে প্রথম ওভারে বিরাট সাত রান দেন। পরের ওভারে এক রান দিয়ে তুলে নেন স্কট এডওয়ার্ডসের উইকেট। নেদারল্যান্ডস অধিনায়ক লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে।
বিরাট উইকেট পেতেই গ্যালারিতে অনুষ্কার দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্কাকেও দেখা যায় আনন্দে হাততালি দিতে। ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা বেঙ্গালুরুতে এসেছিলেন দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে। অনেকেই রবিবার মাঠে এসেছিলেন। অনুষ্কাকে এ বারে সব ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না। এর আগে পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। কোহলির জন্মদিনে ইডেনেও আসেননি অনুষ্কা। তিনি রবিবার বেঙ্গালুরুতে মাঠে ছিলেন এবং কোহলির উইকেট নেওয়া দেখলেন।
কোহলি এক দিনের ক্রিকেটে এর আগে উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে। সে বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে উইকেট নিয়েছিলেন তিনি। শেষ বার উইকেট নিয়েছিলেন ২০১৬ সালে। সে বার ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে রবিবারের আগে আটটি উইকেট ছিল কোহলির। চারটি নিয়েছিলেন এক দিনের ক্রিকেটে এবং চারটি টি-টোয়েন্টিতে। রবিবার নবম উইকেট নিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy