১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হবে। অর্থাৎ, বাকি আর ৪ দিন। ভারতের মাথাব্যথা এখনও জসপ্রীত বুমরাহ। তিনি পুরো সুস্থ নন। তাঁকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? পুরো সুস্থ না হলেও তাঁকে বিশেষ উপায়ে খেলাতে পারে ভারত।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুমরাহকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। বুমরাহ পুরো সুস্থ না হলেও মাঠে নেমে অনেক বোলারের থেকে বেশি ভাল বল করতে পারেন। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে। কিন্তু সব ম্যাচ খেলানো হবে না। গ্রুপ পর্বে পাকিস্তান ও পরবর্তী সময়ে নক আউটে উঠলে সেখানে খেলতে পারেন বুমরাহ। প্রতিযোগিতার মাঝেও তাঁর দিকে নজর রাখবেন চিকিৎসকেরা। তাঁকে আরও সুস্থ করার প্রক্রিয়া চলবে।
তবে তার পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। বুমরাহের অতীত চোটের ইতিহাস রয়েছে। তিনি এখন তিনটি ফরম্যাটেই বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম। তাই চোট পুরো না সারার আগে খেলালে চোট আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় বোর্ড। তাই পুরো সুস্থ না হলে কি তাঁকে ভারত খেলাবে? সেই প্রশ্ন উঠছে।
বুমরাহের ধকল সামলানোর পরামর্শ গম্ভীর ও আগরকরকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভার্নন ফিলান্ডার। তাঁর মতে, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, সারা বছর ধরেই বুমরাহের চোটের দিকে নজর রাখতে হবে তাঁদের। সব ম্যাচে বুমরাহকে খেলানো যাবে না। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাতে হবে। বুমরাহকে বেশি দিন খেলাতে চাইলে সেই পথেই চলার পরামর্শ দিয়েছেন ফিলান্ডার।
আরও পড়ুন:
আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে রয়েছেন বুমরাহ। সেখানে তাঁর স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি সামগ্রিক মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাবে। বোর্ডের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বুমরাহকে আরও কিছু দিন এনসিএ-তে থাকতে বলা হয়েছে।
চিকিৎসক দলের কাজ শেষ হয়ে গেলেই ভারতের দল পরিচালন সমিতিকে বুমরাহের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। মেডিক্যাল রিপোর্ট তৈরি হওয়ার পর ক্রাইস্টচার্চের যে চিকিৎসককে বুমরাহ দেখিয়েছেন, সেই রোয়ান শাউটেনের মতামতও নেওয়া হবে। জানুয়ারিতে বুমরাহের প্রথম স্ক্যানের সময়েও শাউটেনকে জানানো হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তাই বুমরাহকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, স্ক্যান হয়ে গেলেই বুমরাহকে নিয়ে ধোঁয়াশা কেটে যাবে।