রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল বল করলেন সিরাজ। ছবি: টুইটার।
দক্ষিণ আফ্রিকাকে বাড়তি ৪ রান দিয়ে দিলেন মহম্মদ সিরাজ। সফরকারীদের ইনিংসের ৪৮তম ওভারে ডেভিড মিলারকে রান আউট করতে গিয়ে অতিরিক্ত রান দিয়ে বসলেন ভারতের জোরে বোলার। তা নিয়ে আবার তর্কও জুড়লেন আম্পায়ারের সঙ্গে।
৪৮তম ওভারে সিরাজ বল করছিলেন। ওভারের দ্বিতীয় বলটি মারতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে রবিবারের ম্যাচে নেতৃত্ব দেওয়া কেশব মহারাজ। বল চলে যায় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে। তিনি বলটি ফেরত দেন সিরাজকে। সে সময় রান নেওয়া জন্য ক্রিজ়ের কিছুটা বাইরে বেরিয়ে ছিলেন। তা দেখেই সিরাজ তাঁকে রান আউট করার জন্য উইকেট লক্ষ্য করে বলটি ছুড়ে দেন। সিরাজ কাছ থেকে ছুড়লেও বল উইকেটে লাগেনি। বরং উইকেটের পাশ দিয়ে সোজা বাউন্ডারিতে চলে যায়। কারণ, সে সময় লং অনে ভারতের কোনও ফিল্ডার ছিলেন না। আম্পায়ার অতিরিক্ত বাই হিসাবে ৪ রান দেন দক্ষিণ আফ্রিকাকে। তা দেখেই চটে যান সিরাজ। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন অতিরিক্ত রান দেওয়ার জন্য।
সিরাজ রেগে গেলেও ঘটনায় ভারতের অন্য ক্রিকেটাররা মজাই পান। শিখর ধাওয়ান, শ্রেয়স আয়াররা নিজেদের মধ্যে হাল্কা হাসাহাসিও করেন। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধাওয়ানের দলের উইকেটরক্ষক সঞ্জুও।
Ball misses and ball went to boundary , Umpire given 4 runs..Siraj Angry on Umpire
— Sanju Samson👐 (@Peterharii) October 9, 2022
If the ball hits stumps..Siraj will appeal for runout #indvaSa Hypocrisy level #siraj pic.twitter.com/8OvTY2nbsk
হঠকারিতা করতে গিয়ে ৪ রান অতিরিক্ত দিলেও রবিবার যথেষ্ট ভাল বল করেছেন সিরাজ। বিশেষ করে ডেথ ওভারে বেশ ভাল বল করলেন। ডেথ ওভারে ভাল বল করলেন শার্দূল ঠাকুরও। হাতে উইকেট থাকলেও ভারতীয় বোলারদের দাপটে শেষ ১০ ওভারে মাত্র ৫৭ রান করল দক্ষিণ আফ্রিকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy