দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে ভারত। ছবি: রয়টার্স
সাত উইকেটে দ্বিতীয় টেস্টে জয় দক্ষিণ আফ্রিকার। সিরিজ ১-১।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অপ্রতিরোধ্য। ৭৫ রান করে ফেলেছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সিরিজে সমতা ফেরানোর খুব কাছে দক্ষিণ আফ্রিকা। বাকি আর মাত্র ৪৬ রান। হাতে রয়েছে সাতটি উইকেট। অধিনায়ক এলগার এখনও ক্রিজে। ভারতের জয়ের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
উইকেট পেলেন শামি। ভারতীয় পেসারের বলে পুজারার হাতে ক্যাচ দিলেন দুসেন। ৪০ রান করে ফিরলেন তিনি।
Mohammad Shami breaks through for India as Rassie van der Dussen departs for 40!
— ICC (@ICC) January 6, 2022
are just 60 runs away from a win and have seven wickets in hand.
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/WrcdXe7WLU pic.twitter.com/TGJOshox8j
অর্ধশতরান করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। চতুর্থ দিনের খেলায় এখনও অবধি কোনও উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। জয়ের পথে এগোচ্ছে তারা।
A FIGHTING 50 👏
— Cricket South Africa (@OfficialCSA) January 6, 2022
Captain Dean Elgar fights his way to a solid half-century off 131 balls#SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/ynXJqds1nr
অবশেষে শুরু হল খেলা। বৃহস্পতিবার ৩৪ ওভার খেলা হওয়ার কথা।
চতুর্থ দিনে আশার আলো। খেলা হওয়ার সম্ভাবনা বাড়ছে। পিচের ঢাকা সরানো হচ্ছে। বৃষ্টিও থেকে গিয়েছে। ভারতীয় সময় সাতটা ১৫ মিনিটে শুরু হবে খেলা। চতুর্থ দিনে ৩৪ ওভার খেলা হওয়ার সম্ভাবনা।
The covers are off. 👏
— BCCI (@BCCI) January 6, 2022
The umpires have done their inspection. 👌
Play set to resume by 3:45 PM Local Time (07.15 PM IST) at the Wanderers, if there is no more rain. 👍
A total of 34 overs to be bowled. #TeamIndia | #SAvIND pic.twitter.com/NhRzjN3JS7
জোহানেসবার্গের মাঠে বৃষ্টি থামার এক ঘণ্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব। কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। আগের থেকে জোর কমলেও, এখনও পুরোপুরি বৃষ্টি থামেনি।
প্রথম সেশনে কোনও খেলাই সম্ভব হল বৃষ্টির কারণে। মাঝে পিচের ঢাকা সরানো হলেও, ফের বৃষ্টি বাড়তে শুরু করে। এই মুহূর্তে বেশ জোরে বৃষ্টি পড়ছে জোহানেসবার্গে।
Rain has washed out first session on Day 4⃣ here at The Wanderers. 🌧️
— BCCI (@BCCI) January 6, 2022
Let's hope the weather gets better. 🤞
We will be back for further updates shortly 👍#TeamIndia | #SAvIND pic.twitter.com/DFYtZONOv9
জোহানেসবার্গে বৃষ্টি শুরু হয়েছে। চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হবে।
The Wanderers under a cloud cover at the moment ☁️
— BCCI (@BCCI) January 6, 2022
It is drizzling 🌧️ here on Day 4⃣
We will be back with LIVE updates #SAvIND pic.twitter.com/62pKNpaLJ5
ভারতের থেকে আর মাত্র ১২২ রান পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে আট উইকেট, দুটো দিন। এমন অবস্থায় ব্যাটিং দলেরই যে পাল্লা ভারী তা বলাই যায়। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেখানে চতুর্থ দিনের সকালে বুমরা, শামিরা যে টেস্ট নিজেদের দিকে ঘুরিয়ে দেবেন না তা স্পষ্ট করে বলা যাবে না।
That's Stumps on Day 3 of the second #SAvIND Test!
— BCCI (@BCCI) January 5, 2022
South Africa move to 118/2 at the close of play & need 122 runs more.
We will see you tomorrow for Day 4 action.
Scorecard ▶️ https://t.co/b3aaGXmBg9 pic.twitter.com/YhHvV165cY
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy