আউট রাহুল। ছবি: টুইটার থেকে
শার্দূলের সাত উইকেট, দিনের শেষে চাপে ভারত, কেমন ছিল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন
STUMPS on Day 2 of the 2nd Test.#TeamIndia 202 & 85/2, lead South Africa (229) by 58 runs.
— BCCI (@BCCI) January 4, 2022
Scorecard - https://t.co/qcQcowgFq2 #SAvIND pic.twitter.com/OwcK1xZ7YW
অলিভিয়েরের বলে এলবিডব্লিউ মায়াঙ্ক। বল বুঝতেই পারলেন না তিনি। ছেড়ে দিয়েছিলেন বাইরের বল ভেবে। সেই বল ভিতরে ঢুকে নিয়ে নিল তাঁর উইকেট।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার জানসেনের বলে ফিরলেন রাহুল। এডেন মার্করামের হাতে স্লিপে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক।
Marco Jansen draws first blood for South Africa!
— ICC (@ICC) January 4, 2022
He gets the big wicket of KL Rahul for just 8 ☝
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#WTC23 | https://t.co/WrcdXdQlUm pic.twitter.com/ylQczlnElV
২২৯ রানে শেষ দক্ষিণ আফ্রিকা। ২৭ রানে লিড নিল তারা। ৭ উইকেট নিলেন শার্দূল।
Shardul Thakur finishes with a seven-wicket haul as South Africa are bowled out for 229.
— ICC (@ICC) January 4, 2022
Watch #SAvIND live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#WTC23 | https://t.co/WrcdXdQlUm pic.twitter.com/hlVXrmUO63
বুমরার বলে বোল্ড মহারাজ। আট উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ২০২ রান করেছিল ভারত। সেই রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন জানসেন এবং মহারাজ। সাত উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ভারতের থেকে মাত্র ১১ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের হাতে মাত্র তিন উইকেট। শামি, শার্দূলদের দাপটে ঘরের মাঠে চাপের মুখে দক্ষিণ আফ্রিকা।
সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। রাবাডার উইকেট নিলেন শামি। সিরাজের হাতে ক্যাচ দিলেন রাবাডা। ভারতের থেকে এখনও ২৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
টেস্টে প্রথম বার পাঁচ উইকেট নিলেন শার্দূল। বাভুমাকে ফিরিয়ে দিলেন তিনি।
আউট হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইন। তাঁকে এলবিডব্লিউ করলেন শার্দূল। ভারতকে লড়াইয়ে রাখছেন তিনিই।
দ্বিতীয় দিন প্রথম সেশনের শেষবেলায় শার্দূল ম্যাচে ফিরিয়ে এনেছেন ভারতকে। চার উইকেট হারিয়ে কিছুটা চাপে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এখনও উইকেট নিতে পারেনি ভারত। শামিদের বল খেলতে চাপে পড়ছেন বাভুমারা। কিন্তু এখনও ক্রিজে টিকে রয়েছেন তাঁরা। আউটের জন্য বেশ কিছু আবেদন করলেও দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এখনও উইকেট আসেনি।
তৃতীয় উইকেট নিলেন শার্দূল। মধ্যাহ্নভোজের আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। দ্বিতীয় দিনের সকালে ম্যাচে ফিরে এল ভারত। দুসেনের আউট নিয়ে যদিও সন্দেহ রইল। তিনি মাঠ ছেড়ে বার হয়ে গেলেও দেখা যায় বল পন্থের গ্লাভসে পৌছনোর আগে মাটি ছুঁয়েছে।
Lunch on day two in Johannesburg 🍲
— ICC (@ICC) January 4, 2022
Shardul Thakur's triple strike puts India in charge.
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/WrcdXe7WLU pic.twitter.com/FDMB1kTD3p
শামির একটি বাউন্সার কোনও রকমে সামলালেন দক্ষিণ আফ্রিকার দুসেন। ধারাভাষ্য দেওয়ার সময় শোনা গেল উচ্ছ্বসিত গাওস্করের গলা। তিনি বলেন, ‘‘এটাই চাই। বলের চামড়ার গন্ধ পাক ব্যাটার।’’ দুসেনের নামের সামনে দিয়েই প্রায় উড়ে গেল শামির বল।
ফের সাফল্য শার্দূলের। ভারতীয় পেসারের বলে ক্যাচ দিলেন দক্ষিণ আফ্রিকার পিটারসেন। প্রথম দিনের শেষে ক্রিজে থাকা দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখালেন শার্দূল। ৬২ রান করেন পিটারসেন।
২৮ বছরে কিগান পিটারসেন চতুর্থ টেস্ট খেলতে নেমেছেন। সেই ম্যাচেই প্রথম বার লাল বলে অর্ধশতরান করলেন তিনি। এর আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১৯।
A maiden Test fifty for Keegan Petersen 👏
— ICC (@ICC) January 4, 2022
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/WrcdXe7WLU pic.twitter.com/89Wp45cfNV
দিনের প্রথম সাফল্য। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে সাজঘরে ফেরালেন শার্দূল ঠাকুর।
আক্রমণে এলেন সিরাজ এবং অশ্বিন। উইকেট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।
মনে করা হয়েছিল বুমরার বল এলগারের ব্যাট ছুঁয়ে পন্থের হাতে জমা পড়ে। কিন্তু তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলে দেখা যায় বল ব্যাটে লাগেনি। ব্যাট মাটিতে লাগায় আওয়াজ হয়েছে। তাই এখনও ক্রিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
লাইন, লেংথে অবিচল ভারতের দুই পেসার। দ্বিতীয় দিনে এখনও উইকেট না পেলেও দুই ব্যাটারকেই চাপে রেখেছেন শামি, বুমরা।
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার এক মাত্র উইকেটটি নিয়েছিলেন শামি। তাঁকে দিয়েই দ্বিতীয় দিনের বোলিং শুরু করালেন রাহুল। সঙ্গী বুমরা। দিনের শুরুতে এখনও উইকেট পড়েনি। ব্যাট করছেন এলগার এবং পিটারসেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy