বুমরার সঙ্গে জানসেনের ঝামেলা। ছবি রয়টার্স
জোহানেসবার্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন একাধিক বার উত্তপ্ত হয়ে উঠল। ঝামেলায় জড়িয়ে পড়লেন দু’দলের ক্রিকেটাররা। ঠান্ডা মাথার ক্রিকেটার বলে পরিচিত যশপ্রীত বুমরা ঝামেলায় জড়ালেন। পিছিয়ে ছিলেন না ঋষভ পন্থও। দু’টি ঘটনাতেই কথোপকথন ধরা পড়েছে স্টাম্প মাইকে।
ভারতের দ্বিতীয় ইনিংসের ৩৮ ওভারের মাথায় প্রথম ঘটনাটি ঘটে। আগেরদিন রাসি ভ্যান ডার ডুসেনের বিতর্কিত ক্যাচ ধরেছিলেন পন্থ। ম্যাচের পর যা নিয়ে আম্পায়ারের সঙ্গে দীর্ঘ আলোচনাও করে দক্ষিণ আফ্রিকা। বুধবার পন্থ ব্যাট করার সময় সেই ঘটনাই এক বার মনে করিয়ে দেন ডুসেন। পন্থ ব্যাপারটি ভাল ভাবে নেননি। পাল্টা ডুসেনকে বলেন, ‘যদি তোমার এ ব্যাপারে অর্ধেকও জ্ঞান থাকে, তা হলে নিজের মুখ বন্ধ রাখো।’
— Maqbool (@im_maqbool) January 5, 2022
ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময়ই ডুসেন নানা ভাবে পন্থকে উত্তেজিত করার চেষ্টা করে যাচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল পন্থের মনঃসংযোগ নষ্ট করাই তাঁর উদ্দেশ্য। সেটাই হয়। ঘটনা দু’টি বল পরেই অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট খোয়ান পন্থ। তাঁর আউট হওয়ার ধরনে বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে ধারাভাষ্যকাররা।
Hello Bollywood! pic.twitter.com/djvQ4TvLDs
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 5, 2022
এরপরের ঘটনাটি ঘটে ৫৫তম ওভারে। মার্কো জানসেনের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন যশপ্রীত বুমরা। জানসেনের একটি বাউন্সার সপাটে এসে তাঁর হেলমেটে লাগে। ক্ষুব্ধ বুমরা জানসেনের উদ্দেশে কিছু বলতে থাকেন। এমনকী হাত নেড়ে তাঁকে ডাকেন কথাবার্তার জন্য। জানসেনও পাল্টা বাক্য বিনিময় করতে করতে এগিয়ে আসেন। তবে ব্যাপারটি বেশিদূর গড়ানোর আগেই আম্পায়ার এসে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy