জয়পুর পৌঁছলেন রাহুল-রোহিত
আগামী সপ্তাহ থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে এক নতুন যুগ। কোচ হিসেবে প্রথম বার দেখা যেতে চলেছে রাহুল দ্রাবিড়কে। সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটেও নেতা হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে। নিজেদের দায়িত্ব নিয়ে দু’জনেই যে যথেষ্ট সচেতন, তা ইতিমধ্যেই দেখা গেল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৭ নভেম্বর। তার চার দিন আগেই সবার প্রথমে জয়পুরে পৌঁছে গেলেন দ্রাবিড় এবং রোহিত। দু’জনকেই শুক্রবার জয়পুর বিমানবন্দরে দেখা গিয়েছে। সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বাকিরাও ধীরে ধীরে গোলাপি শহরে পা দেবেন বলে জানা গিয়েছে।
Head Coach Rahul Dravid and Team India T20I Captain Rohit Sharma arrived in Jaipur for T20 series vs New Zealand. #INDvsNZ pic.twitter.com/Pbg1cvImAw
— Dr. Cric Point (@drcricpoint) November 13, 2021
রাজস্থানের সঙ্গে আলাদা যোগাযোগ রয়েছে দ্রাবিড়ের। তিনি আইপিএল-এ রাজস্থান রয়্যালস দলের অধিনায়কত্ব করেছেন। পরে সেই দলকে কোচিংও করান। যেখানে নিউজিল্যান্ড ম্যাচ হবে, সেই সওয়াই মানসিংহ স্টেডিয়ামও দ্রাবিড়ের হাতের তালুর মতো চেনা। ফলে কোচ হিসেবে পুরনো পরিবেশেই ফিরছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy