জয়ের পথে ভারত। ছবি: পিটিআই
৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। রোহিত শর্মার প্রথম সিরিজ জয়।
৬ বলে ৭ রান করে ফিরলেন মিলনে। আট উইকেট হারাল নিউজিল্যান্ড।
জয়ের পথে এগোচ্ছে ভারত। একের পর এক উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড।
ভেঙে পড়ছে নিউজিল্যান্ড। সপ্তম উইকেট হারাল তারা। ফিরে গেলেন স্যান্টনার। দুরন্ত থ্রো ঈশানের।
দুরন্ত ছন্দে উইকেটরক্ষক পন্থ। হর্ষল পটেলের বলে ক্যাচ তোলেন জিমি নিশাম। অনেকটা পিছনে দৌড়ে গিয়ে সেই ক্যাচ নিলেন পন্থ।
১২তম ওভারে মাত্র ৬ রান দিলেন বেঙ্কটেশ। ব্যাট হাতে রান করার পর, বল হাতেও কার্যকরী এই তরুণ অলরাউন্ডার।
ঈশানের ছোড়া বলে উইকেট ভাঙলেন পন্থ। দুই উইকেটরক্ষকের তৎপরতায় ফিরে গেলেন সেইফার্ট। পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড।
৫০তম ম্যাচে উইকেট পেলেন যুজবেন্দ্র। গাপ্টিলকে ফিরিয়ে দিলেন তিনি। ৩৬ বলে ৫১ রান করে আউট কিউয়ি ওপেনার।
১০ ওভারে ৬৮ রান তুলল নিউজিল্যান্ড। তিন উইকেট পড়ে গেলেও লড়ছেন গাপ্টিলরা।
অশ্বিনের জায়গায় দলে এসেছেন যুজবেন্দ্র। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটি তাঁর ৫০তম ম্যাচ।
Milestone Alert - @yuzi_chahal is all set to play his 50th T20I 👏👏
— BCCI (@BCCI) November 21, 2021
Go well, Yuzi 🙌#INDvNZ pic.twitter.com/I87oMBL1AQ
ক্রিজে রয়েছেন গাপ্টিল এবং সেইফার্ট। তাঁদের দিকেই তাকিয়ে কিউয়িরা।
অক্ষরের বলে আউট ফিলিপ্স। কোনও রান করতে পারলেন না তিনি। ৫ ওভারে ৩০ রান নিউজিল্যান্ডের।
এক ওভারে আউট ড্যারিল মিচেল (৫) এবং মার্ক চ্যাপম্যান (০)।
২০ ওভারে ১৮৪ রান তুলল ভারত। ৮ বলে ২১ রান করলেন দীপক চাহার। ভারতের বড় স্কোর তোলার পিছনে বড় ভূমিকা নিলেন তিনি।
Innings Breaks!
— BCCI (@BCCI) November 21, 2021
After electing to bat first, #TeamIndia post a total of 184/7 for New Zealand to chase.
Scorecard - https://t.co/MTGHRx2llF #INDvNZ @Paytm pic.twitter.com/wUGIfaNX2n
অ্যাডাম মিলনের বলে আউট হলেন শ্রেয়স। ২০ বলে ২৫ রান করেন তিনি।
বোল্টের বলে ক্যাচ তুললেন বেঙ্কটেশ। ১৫ বলে ২০ রান করলেন তিনি।
১৫ ওভারে ১৩৪ রান তুলল ভারত। ক্রিজে রয়েছেন বেঙ্কটেশ এবং শ্রেয়স।
ক্রিজে রয়েছেন বেঙ্কটেশ এবং শ্রেয়স। তাঁদের ব্যাটে ভর করেই এগিয়ে চলেছে ভারত। ১৩ ওভারে ১১৪ রান তুলল তারা।
ঈশ সোধির দুরন্ত ক্যাচ। তাঁর বলে তাঁর হাতেই ক্যাচ তুলে ফিরলেন রোহিত শর্মা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy