রবিবার সকালে পন্থকে দেশে ফিরিয়ে আনার কথা জানাল বিসিসিআই। ফাইল ছবি।
ভারত-বাংলাদেশ এক দিনের সিরিজ় শুরুর আগেই দেশে ফেরত পাঠানো হল ঋষভ পন্থকে। বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটারকে ছেড়ে দেওয়ার কথা রবিবারই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কী কারণে তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, তা অবশ্য জানায়নি বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু জানিয়েছে, দলের মেডিক্যাল স্টাফদের পরামর্শে পন্থকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। টেস্ট সিরিজ়ের আগে তিনি আবার বাংলাদেশে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। পন্থের পরিবর্ত হিসাবে কোনও ক্রিকেটারের নাম জানায়নি বোর্ড। চোট থাকায় প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারছেন না অক্ষর পটেলও। অন্য দিকে, রবিবার ভারতের হয়ে অভিষেক হল জোরে বোলার কুলদীপ সেনের।
বোর্ডের পক্ষ থেকে পন্থকে দেশে ফিরিয়ে আনার নির্দিষ্ট কারণ জানানো না হয়নি। যদিও সূত্রের খবর তাঁর হালকা চোট রয়েছে। তাই ঝুঁকি নিতে চায়নি ভারতীয় দল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চিকিৎসা হবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগেই তিনি আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারছেন না বাংলার জোরে বোলার মহম্মদ শামিও। এ বার ছিটকে গেলেন পন্থ।
UPDATE
— BCCI (@BCCI) December 4, 2022
In consultation with the BCCI Medical Team, Rishabh Pant has been released from the ODI squad. He will join the team ahead of the Test series. No replacement has been sought
Axar Patel was not available for selection for the first ODI.#TeamIndia | #BANvIND
মীরপুরে প্রথম এক দিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy