রাহুল না শুভমন, কে খেলবেন তৃতীয় টেস্টে? ফাইল ছবি
ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে দুই ক্রিকেটার। কেএল রাহুল এবং শুভমন গিল। প্রথম জনকে তৃতীয় টেস্টে বসানোর দাবি উঠেছে। তাঁর বদলে দ্বিতীয় জনকে খেলানোর কথা বলা হচ্ছে। সোমবার ইনদওরে দলের অনুশীলনে দুই ক্রিকেটারকে পাশাপাশি নেটে ঘাম ঝরাতে দেখা গেল। তবে শুভমন বাড়তি পরিশ্রম করলেন, যা তৃতীয় টেস্টে তাঁর খেলার পক্ষেই ইঙ্গিত দিল।
সোমবার সবার আগে নেটে ঢুকে পড়েন শুভমন। বাকিরা যখন ফিল্ডিং অনুশীলন করছেন, তখন নেটে নাগাড়ে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। থ্রো-ডাউন বিশেষজ্ঞরা একের পর এক বল করছিলেন। মিচেল স্টার্কের কথা মাথায় রেখে বিশেষ করে বাঁ হাতি নুয়ান সেনাবীরত্নের থ্রো-ডাউন নিচ্ছিলেন শুভমন। সেই সময় ক্যাচ অনুশীলন করছিলেন রাহুল। একটু পরেই হেলমেট খুলে ফেলেন শুভমন। সেই নেটে ব্যাট করেন চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
তার পরে স্কোয়্যার পিচের দিকে নেটে আবার চলে যান শুভমন এবং সেটা এক দফা ব্যাটিং অনুশীলন করেন। সেই সময় তাঁর পাশের নেটেই ব্যাট করছিলেন রাহুল। শুভমনের ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব দেখা যায়। তুলনায় রাহুল ছিলেন রক্ষণাত্মক। জোর দিচ্ছিলেন বল সামলানোয়। প্রথম ১৮টি বলে ডিফেন্স করার পর স্পিনারদের বলে আক্রমণাত্মক শট খেলতে থাকেন রাহুল। সবই সোজা ব্যাটে খেলছিলেন তিনি। মাঝে মাঝে এগিয়ে গিয়েও শট মারছিলেন।
রোহিত এবং কোহলিকে নিজস্ব ছন্দেই দেখা গিয়েছে। দু’জনেই স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী খেলেছেন। কোহলি যেখানে সোজাসুজি শট খেলার চেষ্টা করছিলেন, রোহিতকে পুল, সুইপ, রিভার্স সুইপ সবই খেলতে দেখা যায়। বোলিং অনুশীলন সেরে ব্যাট করেন রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর পটেলও।
পরে সাংবাদিক বৈঠকে এসেছিলেন উইকেটকিপার কেএস ভরত। তিনি বললেন, স্পিনারদের বিরুদ্ধে ধৈর্য ধরে খেললেই সাফল্য পাওয়া সম্ভব। দিল্লি টেস্টে রান তাড়া করতে নেমে আগ্রাসী খেলেছিলেন। সেই প্রসঙ্গে বললেন, “দিল্লিতে যেমন খেলেছি তার জন্যে খুশি। আমি রক্ষণে জোর দিই। কারণ উইকেট খেলার অযোগ্য, এমনটা একেবারেই নয়। নিজের স্বাভাবিক ক্রিকেট খেললে রান করা সম্ভব। রোহিত ভাই আমাকে বলেছিল দিল্লিতে দ্বিতীয় ইনিংসে ছয়ে ব্যাট করতে যাব। অস্ট্রেলিয়া অলআউট হওয়ার পরেই ব্যাট হাতে নামার জন্যে তৈরি হয়ে যাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy