সচিন হঠাৎই নিলেন ‘আরআরআর’-এর নাম। ফাইল ছবি
এক সময় নিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়া পরে খুঁটিয়ে দেখেন ভারতের খেলা। এ হেন সচিন তেন্ডুলকর এখন ব্যস্ত ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ় দেখতে। প্রথম টেস্ট দেখতে গিয়ে হঠাৎই প্রাক্তন ক্রিকেটারের মুখে ‘আরআরআর’-এর কথা।
তবে এই ‘আরআরআর’ কিন্তু মোটেই দক্ষিণের বিখ্যাত সিনেমা নয়। এই ‘আরআরআর’ রয়েছে ভারতীয় ক্রিকেটেই। তাঁদের পরিচয়ও দিয়েছেন সচিন নিজেই। প্রথম টেস্টে তিন ‘আর’ হলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। সচিন লিখেছেন, “রোহিত, রবীন্দ্র এবং রবিচন্দ্রনের ত্রয়ী ভারতকে প্রথম টেস্টে এগিয়ে রেখেছে। শতরানের মাধ্যমে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অশ্বিন এবং জাডেজা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে।”
𝐑𝐑𝐑 💥 🔥
— Sachin Tendulkar (@sachin_rt) February 10, 2023
The trio of Rohit, Ravindra & Ravichandran have helped India get ahead in this Test.@ImRo45 has led from the front with his 100 while @ashwinravi99 & @imjadeja have got us important breakthroughs.#INDvAUS pic.twitter.com/JTipYmxpKt
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে রোহিতের ব্যাট থেকে শতরান পাওয়া গিয়েছে। কঠিন পিচেও রান পেয়েছেন তিনি। জাডেজাও ব্যাট হাতে অর্ধশতরান করেছেন। তার আগের দিন তিনি পাঁচ উইকেট নিয়েছেন। অশ্বিন বল হাতে তিন উইকেট নিয়েছেন এবং বৃহস্পতিবার খেলার শেষের দিকে নেমে শুক্রবারও ভাল ইনিংস খেলে দিয়েছেন।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমা ‘আরআরআর’ গত বছর মুক্তি পেয়ে প্রায় ৫৫০ কোটি টাকার ব্যবসা করেছে। বিপুল জনপ্রিয় হয়েছে এই ছবি। এই সিনেমার গান ‘নাটু নাটু’ সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy