পরীক্ষা-নিরীক্ষা চালানোর বার্তা রোহিতের। ফাইল ছবি
এশিয়া কাপে দল নির্বাচনে গলদ থাকার কারণে অনেকেই ভারতের সমালোচনা করেছেন। প্রাক্তন ক্রিকেটারদের ধারণা, ভুল দল পাঠানোর কারণেই ব্যর্থ হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও রয়েছে প্রশ্ন। শুধু তাই নয়, গত এক বছরে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে তা নিয়ে। অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন, এই পরীক্ষা-নিরীক্ষা তাঁরা চালিতে যেতে চান। ক্রিকেটারদের নতুন জিনিস চেষ্টা করতে বলেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি তৈরি থাকতে পারে দল।
রবিবার রোহিত বলেছেন, “দলে সবার মধ্যে একটা আস্থা আনতে চেয়েছিলাম। তাই দুটো সিরিজের দলই একসঙ্গে ঘোষণা করা হয়েছে, যাতে কারওর বাদ যাওয়ার ভয় না থাকে। এশিয়া কাপেও আমাদের প্রায় একই দল ছিল। কী ভাবে, কোন উপায়ে ম্যাচ জিততে পারি, তা নিয়ে আমরা আরও ভাবনাচিন্তা করব। মাঠে নেমে নতুন ভাবে যাতে নিজেদের প্রকাশ করতে পারি, সেই চেষ্টা চালু থাকবে। নতুন জিনিস চেষ্টা করতে কোনও অসুবিধা নেই। দলকে সাহায্য করতে চাইলে নতুন কিছু চেষ্টা করাই যায়।”
রোহিত উদাহরণ টেনেছেন বিরাট কোহলীর। এশিয়া কাপে নিজের গণ্ডির বাইরে বেরিয়ে সুইপ খেলতে দেখা গিয়েছিল কোহলীকে। সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, “দলের ক্রিকেটাররা যাতে আরও নিজেদের প্রকাশ করতে পারে, সেই চেষ্টা আমরা করব। কেউ যদি রিভার্স স্যুইপ না খেলে, তা হলে সে খেলতেই পারে। কেউ মাটি ঘেঁষা শট খেলতে চাইলে সেটাও পারে। বিশ্বকাপে খেলতে নামলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বোলাররাও ইয়র্কার বা বাউন্সার দিয়ে নিজেদের স্পেল শুরু করতে পারে।”
রোহিত আরও বলেছেন, “সুপার ফোরে পাকিস্তান বা শ্রীলঙ্কা ম্যাচে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। জেতার জন্য একটু হলেও ভাগ্য দরকার। আশা করি বিশ্বকাপে সেটা পাব। তবে এটুকু বুঝেছি, যে প্রক্রিয়া মেনে আমরা এগিয়ে যাচ্ছি তা ভুল নয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy