দ্বিতীয় ইনিংসে রান পেলেন না কোহলি। ছবি: টুইটার।
মধ্যাহ্নভোজের বিরতি। উইকেটে রয়েছেন রোহিত (১২) এবং পুজারা (১)।
রাহুলকে (১) আউট করলেন লায়ন। ভারত ৬/১। উইকেটে আছেন রোহিত (৫)।
দিল্লিতে টেস্টে সেরা বোলিং জাডেজার। এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৪৮ রানে ৭ উইকেট। অস্ট্রেলিয়ার নিজের রেকর্ড উন্নত করলেন বাঁহাতি অলরাউন্ডার।
কুনেম্যানকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল ১১৩ রানে। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান।
ক্যারিকে (৭) আউট করলেন জাডেজা। ৫ উইকেট নিলেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়া ১১০/৮।
কামিন্সকেও (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১০১/৭। ব্যাট করছেন ক্যারি (১) এবং লায়ন (৫)। ২ ওভারে পর পর তিন বলে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
হ্যান্ডসকম্বকে (শূন্য) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ৯৫/৬।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy