নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গত সপ্তাহে ৭ উইকেট নেন অ্যান্ডারসন। —ফাইল চিত্র
এত দিন টেস্টে বিশ্বের এক নম্বর বোলার ছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার পেসারকে পিছনে ফেলে দিলেন জেমস অ্যান্ডারসন এবং রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের পেসারের বয়স ৪০ বছর। এই বয়সে টেস্টে এক নম্বর বোলার হওয়ার তকমা পেলেন অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের বয়স ৩৬ বছর। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শীর্ষ স্থানে থাকা কামিন্স নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গত সপ্তাহে ৭ উইকেট নেন অ্যান্ডারসন। এর আগে পাঁচ বার টেস্টে এক নম্বর হয়েছিলেন তিনি। প্রথম বার হয়েছিলেন ২০১৬ সালে। সে বার স্টুয়ার্ট ব্রড এবং রবিচন্দ্রন অশ্বিনকে টপকে শীর্ষ স্থান দখল করেছিলেন অ্যান্ডারসন। ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। শেষ বার আইসিসির ক্রমতালিকায় শীর্ষ স্থান পেয়েছিলেন ২০১৮ সালে। পাঁচ মাসের জন্য সেই জায়গা ধরে রেখেছিলেন তিনি।
টেস্টে ১৭৮টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। নিয়েছেন ৬৮২টি উইকেট। এক দিনের ম্যাচ খেলেছেন ১৯৪টি। নিয়েছেন ২৬৯টি উইকেট। টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেও সাদা বলের ক্রিকেটে শেষ বার অ্যান্ডারসনকে খেলতে দেখা যায় ২০১৫ সালে। তিনিই এখন টেস্টে এক নম্বর বোলার। আধুনিক ক্রিকেটে তিনিই প্রথম বোলার, যিনি ৪০ বছর বয়সে এক নম্বর স্থান দখল করেছেন।
সবচেয়ে বেশি বয়সে এক নম্বর স্থান পেয়েছিলেন বার্ট আয়রনমঙ্গার। ৫০ বছর বয়সে এক নম্বর হয়েছিলেন তিনি। যদিও সেটা ১৯৩৩ সালে। ১৯৩৬ সালে এক নম্বর বোলার হয়েছিলেন ক্ল্যারি গ্রিমেট। তখন তাঁর বয়স ৪৪ বছর। ১৯২৯ সালে এক নম্বর হয়েছিলেন টিস ফ্রিম্যান। সেই সময় তাঁর বয়স ৪১ বছর। সিডনি বার্নস ৪০ বছর ৯ মাস বয়সে এক নম্বর হয়েছিলেন। তিনি শীর্ষ স্থান পেয়েছিলেন ১৯১৪ সালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy