হরভজন সিংহ। ফাইল চিত্র।
গত বছর আইপিএলে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কুলদীপ যাদব। অস্ত্রোপচারের পরে আবার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে এই চায়নাম্যান স্পিনারের। কিন্তু তার কাজটা সহজ হবে না বলেই মনে করেন হরভজন সিংহ।
ভারতের প্রাক্তন অফস্পিনার সংবাদ সংস্থা পিটিআইকে বৃহস্পতিবার বলেছেন, ‘‘কুলদীপের পক্ষে কিন্তু ফিরে আসাটা কঠিন হবে। ও ঘরোয়া ক্রিকেট খেলেনি অনেক দিন।’’ হরভজন আরও বলেছেন, ‘‘অস্ত্রোপচার হওয়ার আগে কুলদীপ নিয়মিত খেলছিল না। ওর প্রত্যাবর্তন ঘটছে সাদা বলের ক্রিকেটে। আর সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর সময় বোলারদের মনে একটা ভয় কাজ করে— কিছুতেই মার খাওয়া চলবে না।’’
তবে হরভজন এও মনে করেন, বাঁ-হাতি স্পিনার কুলদীপের দক্ষতা আছে চাপ কাটিয়ে ফিরে আসার। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার বলেছেন, ‘‘আমাকে ভুল বুঝবেন না। শুরুতে যদি কুলদীপ কয়েকটা উইকেট তুলে নিতে পারে, তা হলে ও অন্য বোলার হয়ে যাবে। কিন্তু এমনও হতে পারে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী হল না।’’ ভারতীয় দল পরিচালন সমিতিকে একটা বার্তাও দিচ্ছেন হরভজন, ‘‘ওর উপরে ভরসা রাখা হোক। কুলদীপ কিন্তু ভারতের কাজে লাগবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy