Five reasons why India lost to New Zealand in T20 World Cup 2021 dgtl
India
T20 World Cup 2021: পাঁচটি কারণে হারল ভারত, কোথায় সমস্যা হল বিরাট কোহলীদের?
আবার ডুবলেন কোহলীরা। কেন হারতে হল ভারতকে? জেনে নিন কারণগুলি
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে লজ্জার হার। বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গেল ভারতের।
০২০৮
কী কারণে হারতে হল বিরাট কোহলীর দলকে? পাঁচটি কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
০৩০৮
আবার টসে হারলেন বিরাট কোহলী। এ বারের বিশ্বকাপে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।
০৪০৮
তবে টস হারলেও নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের আসল কারণ জঘন্য ব্যাটিং। ভারতের সব ব্যাটসম্যানই অত্যন্ত খারাপ শট নির্বাচন করে আউট হয়েছেন।
০৫০৮
ভারতের গোটা ইনিংসে মাত্র দু’টি ছয়, আটটি চার হয়েছে। কোহলী, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য মিলে মোট ৬০টি বল খেলেছেন। এই ৬০ বলে চার হয়েছে মাত্র একটি। হার্দিক চারটি মারেন। কোহলী, রোহিতের ব্যাট থেকে বাউন্ডারি আসেনি।
০৬০৮
ভারতীয় দলের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া হয়। আগের ম্যাচে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করা কোহলী এক ধাপ পিছিয়ে চার নম্বরে নামেন। রোহিতকে ওপেনিংয়ের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়।
০৭০৮
বল হাতে রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, শার্দূল ঠাকুরের ব্যর্থতা।
০৮০৮
যশপ্রীত বুমরা দুই উইকেট নেন। আর কোনও ভারতীয় বোলার উইকেট পাননি।