Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Ben Stokes

পরের আইপিএল খেলায় নিষেধাজ্ঞা স্টোকসের উপর, কোন নিয়মে শাস্তি ইংরেজ অধিনায়ককে?

এ বারের নিলামে নাম দেননি বেন স্টোকস। অর্থাৎ, আগামী মরসুমে আইপিএলে নেই তিনি। তার পরের বারও এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটার। কেন এই শাস্তি?

cricket

বেন স্টোকস। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৯:০২
Share: Save:

নিয়ম না মানার শাস্তি পেয়েছেন বেন স্টোকস। আইপিএলে এ বারের বড় নিলামে নাম দেননি তিনি। অর্থাৎ, আগামী মরসুমে আইপিএলে নেই স্টোকস। তার পরের বারও এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটার। শাস্তি পেয়েছেন তিনি।

এ বছর আইপিএলের নিয়মে বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছে, যে বিদেশি ক্রিকেটারেরা এ বারের বড় নিলামে নাম দেবেন না, তাঁরা পরের বার ছোট নিলামেও নাম দিতে পারবেন না। এই নিয়মের জন্যই ২০২৬ সালের আইপিএলে খেলতে পারবেন না তিনি। তবে ২০২৭ সালের আইপিএলের আগে নিলামে নাম দিতে পারবেন স্টোকস। যদি সে বার তাঁকে কেউ কেনে, তা হলে সে বার এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে তাঁকে। গত বারও নিলামে ছিলেন না তিনি। অর্থাৎ, টানা তিন বছর আইপিএলে দেখা যাবে না স্টোকসকে।

একটি নির্দিষ্ট কারণে নিয়মে এই বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্টোকসের মতো কিছু বিদেশি ক্রিকেটার বড় নিলামে নামতে চান না। বদলে ছোট নিলামে নেমে বেশি টাকা পান তাঁরা। ছোট নিলামে খুব বেশি ক্রিকেটার কেনে না দলগুলি। ফলে যে টাকা তাঁদের হাতে থাকে সেই টাকা দু’এক জন ক্রিকেটারের পিছনেই খরচ করে তারা। ২০১৭ সালের ছোট নিলামে ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় স্টোকসকে কিনেছিল রাইজ়িং পুণে সুপারজায়ান্ট। পরের বার বড় নিলামে রাজস্থানের কাছে ১২ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। ২০২২ সালের বড় নিলামেও নাম দেননি স্টোকস। অথচ পরের বছরই ছোট নিলামে তাঁকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস।

একই ঘটনা দেখা গিয়েছে প্যাট কামিন্সের ক্ষেত্রেও। ২০২১ সালের ছোট নিলামে তাঁকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। পরের বার বড় নিলামে কেকেআর তাঁকে আবার কেনে। সে বার ৭ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। গত বার ছোট নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কেনেন ২০ কোটি ৫০ লক্ষ টাকায়। অর্থাৎ, বিদেশি ক্রিকেটারদের নজর থাকে ছোট নিলামের দিকে। সেটা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেই কারণেই শাস্তি পেতে হচ্ছে স্টোকসকে।

অন্য বিষয়গুলি:

Ben Stokes IPL IPL Auction 2025
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE