ভারতকে খোঁচা মারছেন একের পর এক ক্রিকেটার। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ও মাইকেল আথারটন। এ বার সেই একই সুর শোনা গেল ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলারের কথায়। ভারতকে খোঁচা মেরেছেন তিনি।
আফগানিস্তান ম্যাচের আগে বাটলারকে প্রশ্ন করা হয়েছিল, ভারতকে কি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে? জবাবে বাটলার বলেন, “আমার মনে হচ্ছে এটা একটা অদ্ভুত প্রতিযোগিতা হচ্ছে। এখানে বাকি সব দল আয়োজক দেশে খেলছে। কিন্তু একটা দেশ অন্য দেশে খেলছে। এটা কী ভাবে সম্ভব?” তার পরেই অবশ্য বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। ইংরেজ অধিনায়ক বলেন, “এখন অবশ্য এ সব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এখন আফগানিস্তান ম্যাচের কথা ভাবছি। আমরা আমাদের দল নিয়েই ভাবতে চাই।”
এখনও পর্যন্ত গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলেছে ভারত। দু’টি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। দু’টি ম্যাচেই প্রতিপক্ষ দলকে অলআউট করেছে ভারত। সেখানে ভারতের তিন পেসার মহম্মদ শামি, হর্ষিত রানা ও হার্দিক পাণ্ড্য মোট ১১টি উইকেট নিয়েছেন। পাশাপাশি তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব নিয়েছেন মোট সাত উইকেট। দুবাইয়ের মাঠে স্পিনারের সাহায্য পাচ্ছেন। ভারতের দলে স্পিনারের সংখ্যা বেশি। বাকি সব দেশ সেই সুবিধা পাচ্ছে না। সেই কারণেই বার বার এই বিষয়ে কথা বলছেন প্রাক্তন ক্রিকেটারেরা।
ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক হুসেন ও আথারটনও সরাসরি দাবি করেছেন যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে সে দেশে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে আইসিসি। ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আথারটন এবং নাসের ধারাভাষ্য দিচ্ছিলেন। সেই সময় নাসেরের উদ্দেশে আথারটন বলেন, “ভারত শুধু দুবাইয়ে খেলছে। এটা নিয়ে কী বলবে? আমার মনে হয় এই সুবিধা পাওয়াটা আটকানো যাবে না, কিন্তু অস্বীকারও করা যাবে না। ভারত একটা মাঠেই খেলছে। ওদের কোথাও যেতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছে। ভারত জানে কোন মাঠে খেলবে। তাই ওরা সেটা মাথায় রেখে দল নির্বাচন করতে পেরেছে। ওরা এটাও জানে সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা যদিও মাপা কঠিন।”
আরও পড়ুন:
ভারত যে সুবিধা পাচ্ছে সেটা মনে করেন হুসেনও। তিনি বলেন, “এটা সত্যিই বাড়তি সুবিধা। প্রতিযোগিতার অন্যতম সেরা দল এই সুবিধা পাচ্ছে। সে দিন সমাজমাধ্যমে একটা লেখা দেখলাম, “পাকিস্তান আয়োজক, কিন্তু ভারত ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে।” আমার মনে হয় এই কথাটা খুব সত্যি। ওরা একটা জায়গায় রয়েছে। একই হোটেলে রয়েছে। কোথাও যেতে হচ্ছে না। একটাই সাজঘর। পিচও চেনা। দল নির্বাচনও করেছে, ওই পিচের কথা ভেবে। ওরা জানত দুবাইয়ে কেমন পিচ হবে। সেই অনুযায়ী দল নির্বাচন করেছে। দলে সব স্পিনার নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছিল যে, কেন এত স্পিনার নিয়ে যাওয়া হচ্ছে। এখন সেটা বোঝা যাচ্ছে।” এই প্রসঙ্গে অবশ্য আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কোনও মন্তব্য করেনি।