Eden Gardens’ club house set for a facelift, see pictures dgtl
Eden Gardens
Eden Gardens: ভোল বদলে যাচ্ছে ক্লাবহাউসের, ভবিষ্যতের ইডেন কেমন দেখতে হবে, দেখুন ছবি
ইডেনের ভোলবদলের খবর আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। জানা গিয়েছে, কিছু কাজ শুরু হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত শুরু হবে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২০:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বদলে যাচ্ছে ইডেন গার্ডেন্স। ঢেলে সাজা হবে অন্দরমহল। বদলাচ্ছে ফ্লাডলাইটও। আগেই এই খবর জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।
০২১০
বদলে যাচ্ছে ক্রিকেটারদের সাজঘর এবং অতিথিদের খাওয়ার জায়গা। বিরাট কোহলী, রোহিত শর্মারা যেখানে সাংবাদিক বৈঠক করেন, সেখানেও হবে বদল।
০৩১০
শৌচাগার, প্রেস বক্স, মিডিয়া সেন্টারেও বদল আনা হচ্ছে। কিছু দিন আগে এই কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। খুব শীঘ্র কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
০৪১০
ইডেনের ভোলবদল নিয়ে সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মাঠ হিসেবে ধরা হয় ইডেন গার্ডেন্সকে। সুনাম ধরে রাখার জন্যে প্রথম ধাপে ক্লাব হাউসের অন্দর, সাজঘর এবং মিডিয়া সেন্টারে বদল আনা হচ্ছে।”
০৫১০
তিনি আরও বলেছেন, “এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হয়েছে। নকশা অনুমোদন করেছে অ্যাপেক্স কাউন্সিল।”
০৬১০
অভিষেকের আশা, চলতি বছর শেষ হওয়ার আগে নতুন চেহারার ক্লাবহাউস দেখতে পাওয়া যাবে।
০৭১০
ক্লাব হাউসের লোয়ার টায়ারের আসন বদলানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
০৮১০
এ ছাড়া, গ্যালারির এফ, জি, এইচ স্ট্যান্ডের উপর ক্যানোপি বসানোর কাজ শুরু হবে, যা সৌন্দর্য বাড়াবে গোটা স্টেডিয়ামের।
০৯১০
ক্লাব হাউসের ভিতরে থাকছে কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ছবি।
১০১০
পঙ্কজ রায়-সহ বাংলার প্রাক্তন ক্রিকেটারদের ছবিও থাকবে সেখানে।