দুর্বার রাজশাহীর আর্থিক সমস্যা কাটছেই না। দলের বিদেশি ক্রিকেটারদের বেতন বকেয়া। মালিক ফোন ধরছেন না। ঢাকার হোটেলে আটকে রয়েছেন ক্রিকেটারেরা। সব মিলিয়ে সমস্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
দুর্বার রাজশাহীর ছয় বিদেশি হলেন, রায়ান বার্ল (জ়িম্বাবোয়ে), মহম্মদ হ্যারিস (পাকিস্তান), মার্ক ডেয়াল (ওয়েস্ট ইন্ডিজ়), মিগুয়েল কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ়), আফতাব আলম (আফগানিস্তান) ও লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতা চলাকালীন বেতনের ৭৫ শতাংশ মিটিয়ে দিতে হয়। কিন্তু ক্রিকেটারদের অভিযোগ, ২৫ শতাংশও পাননি তাঁরা। বার বার মালিককে জানিয়েও লাভ হয়নি।
জানা গিয়েছে, তাঁরা আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চাইছেন না। দেশে ফিরে যেতে চাইছেন। কিন্তু বিমানের টিকিট পাননি তাঁরা। বার বার মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন ক্রিকেটারেরা। কিন্তু শফিক ফোন ধরছেন না। ফলে ঢাকার হোটেলেই আটকে রয়েছেন তাঁরা। কী ভাবে সমস্যা মিটবে তা বুঝতে পারছেন না বিদেশি ক্রিকেটারেরা।
আরও পড়ুন:
এর আগে রংপুর রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামেননি বিদেশি ক্রিকেটারেরা। বাধ্য হয়ে ১১ জন স্থানীয় ক্রিকেটারকে নিয়ে দল নামিয়েছিল রাজশাহী। সেই ম্যাচ খেলতে গিয়ে চট্টগ্রামের যে হোটেলে দল ছিল সেই হোটেলের ভাড়া মেটাতে পারেননি মালিক শফিক। তাঁর গাড়ি নিয়ে নিয়েছেন হোটেল মালিক। বাধ্য হয়ে হোটেল পরিবর্তন করতে হয়েছে দলকে।
পরিস্থিতি সামলাতে পদক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মালিক শফিকের সঙ্গে কথা বলেছেন কর্তারা। শফিক নাকি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি বকেয়া বেতন তিনি মিটিয়ে দেবেন। তা হলে কেন বিদেশি ক্রিকেটারদের ফোন তাঁরা ধরছেন না? প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ঘটনায় মুখ পুড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এখন দেখার এই সমস্যা আদৌ মেটে কি না।