বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ অনেকটাই মসৃণ হয়েছে। এ বার বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশসচিব আমনা বালোচ। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশসচিবের সঙ্গে বৈঠকে বলতে চলেছেন তিনি। ১৫ বছর পরে ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশসচিব মুখোমুখি হতে চলেছেন। ওই বৈঠকের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠকে বসার কথা আমনার।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের কর্তারা ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন আমনা। সে জন্য বুধবার দুপুরে ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের বিদেশসচিব। বৃহস্পতিবার দুই দেশের বিদেশসচিবের বৈঠকের পরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তার পরে ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন আমনা। বৈঠক প্রসঙ্গে জসীম উদ্দিন ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, দুই দেশের বিদেশসচিবের মধ্যে সব বিষয়ে আলোচনা হবে। ‘ইতিহাসে যে সব বিষয় নিষ্পন্ন হয়নি’ সে সব নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে পরস্পরের প্রতি সহায়তা কী ভাবে বৃদ্ধি করা যায়, সেই নিয়েও কথা বলবেন দুই দেশের বিদেশসচিব। প্রসঙ্গত, এত কাল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতর থাকলেও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে ভোটাভুটিতে সাহায্য করেছে বলে জানিয়েছে ‘প্রথম আলো’। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি নিয়েও আলোচনা হতে পারে দুই দেশের বিদেশ সচিবের মধ্যে। ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই বৈঠক প্রসঙ্গে বলেন, ‘‘এ আলোচনার ধারাবাহিকতায় সম্পর্ক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’’
প্রসঙ্গত, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দারেরও এই এপ্রিল মাসে ঢাকা সফরে যাওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে মারুফ জানান, সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। এই মাসেই হতে পারে সেই সফর। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্রে খবর, ২২ থেকে ২৪ এপ্রিল ঢাকা সফর করার কথা ছিল দারের। কিন্তু সেই সময় কাতার সফরে যাবেন ইউনূস এবং সে দেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ। তাই দারের ঢাকা সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান। তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তার পর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দু’দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। পাকিস্তানের থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জাহাজে করে সেই চাল পাঠিয়ে দেয় পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথাও বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। পরে শাহবাজ় জানান, ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়েও ইউনূসের সঙ্গে তাঁর কথা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে পাকিস্তান সফরের জন্যও আমন্ত্রণ জানান তিনি। এ বার বাংলাদেশ সফরে পাকিস্তানের বিদেশসচিব আমনা।