Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
India vs Australia

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের তুরুপের তাস হবেন কেকেআরের বোলার, মনে করেন কার্তিক

অস্ট্রেলিয়া সিরিজ়ে ভারতীয় দলে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দীনেশ কার্তিক। তাঁর মতে, হর্ষিত হয়ে উঠতে পারেন রোহিত শর্মার তুরুপের তাস।

cricket

দীনেশ কার্তিক। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১
Share: Save:

আইপিএলে নজর কেড়েছেন। ভাল বল করেছেন দলীপ ট্রফিতেও। কিন্তু বাংলাদেশ সিরিজ়ে সুযোগ হয়নি তাঁর। নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সিরিজ়ে ভারতীয় দলে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দীনেশ কার্তিক। তাঁর মতে, কেকেআরের হর্ষিত হয়ে উঠতে পারেন রোহিত শর্মার তুরুপের তাস।

দলীপে হর্ষিতকে দেখে খুব খুশি হয়েছেন কার্তিক। তিনি বলেন, “হর্ষিতের প্রতিভা আছে। ওর বল পিচে পড়ে সুইং হয়। অস্ট্রেলিয়ার মাটিতে সেটা কাজে লাগতে পারে। আমি চাই ওকে অস্ট্রেলিয়া সিরিজ়ে সুযোগ দেওয়া হোক। আমার মনে হয়, ও রোহিতের তুরুপের তাস হয়ে উঠবে। ওকে খেলতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা।”

বাংলাদেশ সিরিজ়েও হর্ষিতকে নেওয়া উচিত ছিল বলে মনে করেন কার্তিক। তাঁর কথায়, “ভারতের দল ভাল হয়েছে। আমার একটাই প্রশ্ন। হর্ষিতকে কি নেওয়া যেত না? ও ভাল বল করছে। অবশ্য ভারত চার জন পেসার নিয়েছে। ওরাও ভাল। কিন্তু হর্ষিতকে আমার খুব প্রতিভাবান বলে মনে হয়েছে। ওকে খেলা কঠিন।”

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ভাবে ভাল বল করেছেন হর্ষিত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একা হাতে দলকে জিতিয়েছেন। গোটা মরসুমে ১৩টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও ভাল দেখিয়েছে তাঁকে।

আইপিএলে ভাল খেলায় ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে হর্ষিতের। জ়িম্বাবোয়ে সিরিজ়ে খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে জায়গা পেলেও প্রথম একাদশে সুযোগ পাননি হর্ষিত। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে হর্ষিতের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে। এ বার তাঁর হয়ে আওয়াজ তুললেন কার্তিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE