বিরাট লাফ কার্তিকের ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। তার পুরস্কার পেলেন দীনেশ কার্তিক। আইসিসি-র টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ১০৮ ধাপ উঠলেন কার্তিক। এখন তিনি ৮৭ নম্বরে। প্রথম দশে ঢুকে পড়লেন ঈশান কিশন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর দু’টি অর্ধশতরান রয়েছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে কার্তিকের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত খেলার কারণেই দলে ফিরেছেন তিনি। ফিরেই বুঝিয়ে দিয়েছেন, তিনি কারওর থেকে কম যান না। মহেন্দ্র সিংহ ধোনির পরবর্তী যুগে তাঁকেই ফিনিশার বলা হচ্ছে। কার্তিক নিজেও সেই তকমা উপভোগ করছেন। আগেই জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ম্যাচ শেষ করে আসাই তাঁর লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচে তাঁর অর্ধশতরান ভারতকে জিততে সাহায্য করেছে।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় কার্তিক এখন রয়েছেন ৮৭ নম্বরে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলতে পারলে সেই র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। কিশন রয়েছেন ছয়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি দু’টি অর্ধশতরান-সহ ২০৬ রান করেছেন, যা সর্বোচ্চ। শীর্ষে বাবর আজম। প্রথম দশে এক মাত্র ভারতীয় ব্যাটার কিশনই।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিন ধাপ উঠে যুজবেন্দ্র চহাল এসেছেন ২৩তম স্থানে। জশ হেজলউড রয়েছেন শীর্ষে। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রবীন্দ্র জাডেজা। এই মুহূর্তে পঞ্চম টেস্ট খেলতে তিনি ইংল্যান্ডে রয়েছেন। দ্বিতীয় স্থানে বাংলাদেশের শাকিব আল-হাসান। টেস্টে ব্যাটারদের তালিকায় দশেই রয়েছেন বিরাট কোহলী। টেস্ট বোলারদের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy