রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।
রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়ার জন্য আগ্রহ দেখাল দিল্লি ক্যাপিটালস। মুম্বই দলের নেতা এখন হার্দিক পাণ্ড্য। তাই রোহিতকে নিজেদের দলে নিয়ে অধিনায়ক করার ভাবনা ছিল দিল্লির। তারা মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু মুম্বই রোহিতকে ছাড়তে রাজি হয়নি।
দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় রোহিতকে দেশের অধিনায়ক হতে রাজি করিয়েছিলেন। এ বার আইপিএলের দলে রোহিতকে নেওয়ার চেষ্টা করেছিলেন সৌরভেরা। কিন্তু সফল হবেন না বলেই মনে করা হচ্ছে। মুম্বই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও, দল থেকে বাদ দিতে রাজি নয়। পাঁচ বারের আইপিএলজয়ী অধিনায়ককে ওপেনার হিসাবেই দলে চাইছে মুম্বই।
দিল্লি দলে অধিনায়কের অভাব। ঋষভ পন্থ খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। গত বারের ব্যর্থতার পর ডেভিড ওয়ার্নারকেও অধিনায়ক রাখতে চাইছে না দিল্লি। এমন অবস্থায় রোহিতকে দলে পেলে নেতৃত্বের চিন্তা দূর হত সৌরভদের। কিন্তু তা আপাতত হচ্ছে না।
হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছাড়তে হয়েছে মুম্বইকে। এর পর রোহিতকেও ছাড়তে রাজি নয় তারা। পাঁচ বারের আইপিএলজয়ী দলকে রোহিতও ছাড়বেন কি না সেই প্রশ্ন রয়েছে। মুম্বইয়ের ঘরের ছেলে রোহিত। তিনি সেই শহর ছেড়ে দিল্লিতে চলে যেতে রাজি হবেন না বলেই মনে করছেন অনেকে। যদিও আইপিএলের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন রোহিত। সেই সময় যদিও তিনি তরুণ ক্রিকেটার। ভারত অধিনায়ক আইপিএলে নেতৃত্বের মুকুট খুলে রাখলেও নিজের শহরের জার্সিটাই পরতে চাইবেন। তাই সৌরভদের আপাতত নেতৃত্বের জট কাটছে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy