দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট, ১২৫টি এক দিনের ম্যাচ ও ৪৭টি টি২০ খেলেছেন স্টেন। টেস্টে ৪৩৯, এক দিনের ম্যাচে ১৯৬ ও টি২০-তে ৬৪টি উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে স্টেনের উইকেটের সংখ্যা ৬৯৯।
বুমরাকে নিয়ে কী মন্তব্য করলেন স্টেন ফাইল চিত্র
বিশ্বের অন্যতম সেরা পেসার বলা হয় তাঁকে। দক্ষিণ আফ্রিকাকে বহু ম্যাচ জিতিয়েছেন। তাঁর গতি ও সুইংয়ে পরাস্ত হয়েছেন বড় বড় ব্যাটাররা। এই স্টেনকে উদ্দেশ করে একটি মন্তব্য করেছিলেন যশপ্রীত বুমরার এক ভক্ত। তাঁকে মজার জবাব দিলেন স্টেন।
নেটমাধ্যমে এক জন স্টেনের উদ্দেশে লেখেন, ‘বুমরা আপনার থেকে ভাল (বোলার)।’ তার জবাবে স্টেন বলেন, ‘আমি নিশ্চিত ও ভাল বোলার। কারণ আমি অবসর নিয়েছি।’ এই মন্তব্যেই স্টেন বুঝিয়ে দিয়েছেন যে তিনি অবসর নিয়েছেন বলেই বুমরাকে এত ভাল বোলার মনে হচ্ছে। তিনি থাকলে সেটা কেউ বলতে পারতেন না।
Im sure he is, I’m retired.
— Dale Steyn (@DaleSteyn62) April 12, 2022
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট, ১২৫টি এক দিনের ম্যাচ ও ৪৭টি টি২০ খেলেছেন স্টেন। টেস্টে ৪৩৯, এক দিনের ম্যাচে ১৯৬ ও টি২০-তে ৬৪টি উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে স্টেনের উইকেটের সংখ্যা ৬৯৯। আইপিএলেও ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯৫টি ম্যাচে ৯৭টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ডান হাতি পেসার।
অন্য দিকে ভারতের হয়ে অভিষেকের পরে এখনও পর্যন্ত ২৯টি টেস্ট, ৭০টি এক দিনের ম্যাচ ও ৫৭টি টি২০ ম্যাচ খেলেছেন বুমরা। টেস্টে ১২৩, এক দিনের ম্যাচে ১১৩ ও টি২০-তে ৫৭টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট উইকেটের সংখ্যা ৩০৩। ১১০টি আইপিএল ম্যাচে ১৩৩টি উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বোলার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy