চেন্নাইয়ের হয়ে আইপিএলের প্রস্তুতিতে মগ্ন রবিচন্দ্রন অশ্বিন। তার মাঝেই সম্মানিত করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারকে। অশ্বিন যেখানে থাকেন, সেই চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ করা হচ্ছে তাঁর নামে। শুক্রবার এই প্রস্তাব পাশ হয়েছে। কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে রাস্তার নামকরণ করা হবে।
চেন্নাইয়ের পশ্চিম মামবালামের রামকৃষ্ণপুরমে ফার্স্ট স্ট্রিটের নতুন নাম হচ্ছে ‘রবিচন্দ্রন অশ্বিন স্ট্রিট’। স্থানীয় পুরসভার কাছে এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন অশ্বিনের সংস্থার মুখ্যকর্তা আর কার্তিক। আর্য গৌড়া রোড অথবা রামকৃষ্ণপুরম ফার্স্ট স্ট্রিটের মধ্যে একটি রাস্তা অশ্বিনের নামে করার আবেদন করা হয়েছিল।
শুক্রবার বাজেট বৈঠকে গ্রেটার চেন্নাই পুরসভার মেয়র আর প্রিয়া নামকরণের প্রস্তাবে সম্মতি দেন। বাকি সদস্যেরাও আপত্তি জানাননি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা হবে। ভারতীয় ক্রিকেটের প্রতি অবদানের জন্যই অশ্বিনের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, হকি খেলোয়াড় পিআর শ্রীজেশ এবং ক্রিকেটার অনিল কুম্বলের নামে রাস্তা রয়েছে।
আরও পড়ুন:
দেশের হয়য়ে ১০৬টি টেস্ট খেলে ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ১১৬টি এক দিনের ম্যাচে ১৫৬টি উইকেট রয়েছে। ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেন টেস্টের পর আচমকা অবসর নেন লাল বলের ক্রিকেট থেকেও।