মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চিদম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন চেন্নাইয়ের রবিচন্দ্রন অশ্বিন। অনুশীলনের ফাঁকে তাঁর সঙ্গে দেখা করতে এলেন ডি গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু অশ্বিনকে সামনে পেয়ে যেমন আপ্লুত, তেমনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পেরে। ক্রিকেটারদের অনুশীলন দেখার সুযোগও হয়েছে তাঁর। পরে তাঁকে চেন্নাইয়ের জার্সিও তুলে দেওয়া হয়।
২০১৫ সালের পর আবার চেন্নাইয়ের জার্সিতে খেলবেন অশ্বিন। এ দিন চেন্নাইয়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে গুকেশকে ধীর পায়ে স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে। সেখানে হাজির ছিলেন অশ্বিন। তিনি গুকেশের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। দুই তারকাকে প্রাণ খুলে হাসতেও দেখা যায়। এর পর তামিলে গুকেশকে অশ্বিন বলেন, “তোমার খেলা আমার দারুণ লাগে।”
গুকেশের হাতে চেন্নাইয়ের জার্সি তুলে দেন অশ্বিন। এর পর মাঠের ধাসে একটি জায়গায় দু’জনে মিলে দাবা খেলেন। দাবার বোর্ডে সই করে গুকেশের হাতে তুলে দেন অশ্বিন।
আরও পড়ুন:
ভারতের তরুণতম গ্র্যান্ডমাস্টার গুকেশ। মাত্র ১৭ দিনের জন্য বিশ্বের তরুণতম গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। তবে তরুণতম দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জিতেছেন। দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা ৩৬ বছর ভারতীয়দের মধ্যে সবার উপরে ছিলেন বিশ্বনাথন আনন্দ। সেই জায়গা থেকে আনন্দকে সরান গুকেশই।
অতীতে এক সাক্ষাৎকারে গুকেশ জানিয়েছেন, ছোটবেলায় তাঁর প্রিয় খেলোয়াড় ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে এখন তাঁর চোখে সেরা নোভাক জোকোভিচ। খেলার প্রতি দু’জনের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রম ভাল লাগে গুকেশের।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ