মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চিদম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন চেন্নাইয়ের রবিচন্দ্রন অশ্বিন। অনুশীলনের ফাঁকে তাঁর সঙ্গে দেখা করতে এলেন ডি গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু অশ্বিনকে সামনে পেয়ে যেমন আপ্লুত, তেমনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পেরে। ক্রিকেটারদের অনুশীলন দেখার সুযোগও হয়েছে তাঁর। পরে তাঁকে চেন্নাইয়ের জার্সিও তুলে দেওয়া হয়।
২০১৫ সালের পর আবার চেন্নাইয়ের জার্সিতে খেলবেন অশ্বিন। এ দিন চেন্নাইয়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে গুকেশকে ধীর পায়ে স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে। সেখানে হাজির ছিলেন অশ্বিন। তিনি গুকেশের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। দুই তারকাকে প্রাণ খুলে হাসতেও দেখা যায়। এর পর তামিলে গুকেশকে অশ্বিন বলেন, “তোমার খেলা আমার দারুণ লাগে।”
গুকেশের হাতে চেন্নাইয়ের জার্সি তুলে দেন অশ্বিন। এর পর মাঠের ধাসে একটি জায়গায় দু’জনে মিলে দাবা খেলেন। দাবার বোর্ডে সই করে গুকেশের হাতে তুলে দেন অশ্বিন।
আরও পড়ুন:
ভারতের তরুণতম গ্র্যান্ডমাস্টার গুকেশ। মাত্র ১৭ দিনের জন্য বিশ্বের তরুণতম গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। তবে তরুণতম দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জিতেছেন। দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা ৩৬ বছর ভারতীয়দের মধ্যে সবার উপরে ছিলেন বিশ্বনাথন আনন্দ। সেই জায়গা থেকে আনন্দকে সরান গুকেশই।
অতীতে এক সাক্ষাৎকারে গুকেশ জানিয়েছেন, ছোটবেলায় তাঁর প্রিয় খেলোয়াড় ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে এখন তাঁর চোখে সেরা নোভাক জোকোভিচ। খেলার প্রতি দু’জনের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রম ভাল লাগে গুকেশের।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:৪৩
মাঠে পন্থের সঙ্গে আলোচনার পর সাজঘরে দলের সঙ্গে বসলেন গোয়েন্কা, কী বললেন লখনউ মালিক -
১৫:৪৭
চেন্নাইয়ের কাছে হারতেই পরিকল্পনা বদল মুম্বইয়ের, শহর ছেড়ে কোথায় চলে গেলেন হার্দিকেরা? -
১৫:২১
রক্ষে নেই ব্যাটার, বোলারদের! নজর রাখতে বিশেষ এক জনকে দায়িত্ব দিল ভারতীয় বোর্ড -
১৫:০৭
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে বিশেষ এক জনের ফোন পেলেন আশুতোষ, কে কথা বললেন? -
১৩:২১
মুম্বইয়ের অনামী স্পিনার পুথুরকে কী পরামর্শ দিয়েছেন ধোনি, জানালেন অটোচালক বাবা