গত কয়েক বছরে আইপিএলে রহস্য স্পিনার হয়ে উঠেছেন বরুণ চক্রবর্তী। তাঁর বলের বিভিন্ন বৈচিত্র ধরতেই পারেন না বিপক্ষের ব্যাটারেরা। আগামী আইপিএলে সেই বরুণের বলে আরও কিছু অস্ত্র দেখা যেতে পারে। প্রথম ম্যাচের আগে সে কথা জানিয়েছেন কেকেআরের বোলারই। একই সঙ্গে বেঙ্গালুরু ম্যাচ নিয়েও মুখ খুলেছেন তিনি।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে বরুণ বলেছেন, “ধারাবাহিকতা বজায় রাখাই আসল কাজ। আমি সেটা নিয়ে অনবরত কাজ করে চলেছি। ধারাবাহিকতা ধরে রাখা সবচেয়ে কঠিন। তাই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। পাশাপাশি বেশ কিছু নতুন ডেলিভারি নিয়েও কাজ করছি। আশা করি কয়েকটা ম্যাচে আপনারা সেটা দেখতেও পাবেন।”
শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু করছে কলকাতা। সেখানে বিরাট কোহলির সঙ্গে বরুণের একটা দ্বৈরথ দেখা যেতে পারে। তবে বেঙ্গালুরু ম্যাচকে আলাদা কোনও লড়াই হিসাবে বর্ণনা করতে নারাজ বরুণ।
আরও পড়ুন:
কেকেআর স্পিনারের কথায়, “আলাদা করে এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই। আগের ম্যাচগুলোয় যে ভাবে উইকেট পেয়েছিলাম সেটাই অনুসরণ করতে চাই। আগের ম্যাচগুলোয় পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে ছিল। তাই আমি নিজের সেরাটা দিতে পেরেছি।”
এ বার নতুন মেন্টর ও অধিনায়কের অধীনে খেলতে নামবে কেকেআর। মেন্টর ডোয়েন ব্র্যাভোর পাশাপাশি নেতৃত্বে থাকছেন অজিঙ্ক রাহানে। বরুণের মতে, তাঁদের দল ভালই হয়েছে। তবে প্রতিযোগিতার শুরুর দিকেই সঠিক প্রথম একাদশ ঠিক করে ফেলতে হবে।
বরুণ বলেছেন, “দলটা ভালই হয়েছে। তবে সঠিক প্রথম একাদশ চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারাই আসল কাজ। প্রথম তিনটে ম্যাচে যদি একটা ঘরানা তৈরি করে নিতে পারি, তা হলে এই মরসুমেও আমাদের জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করে রয়েছে।”