ছবি: পিটিআই
প্রথম বার কমনওয়েলথ গেমসে নামতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। শুক্রবার সেই ম্যাচে খেলতে নামার আগে দলের কাছে খুনে মেজাজ চাইছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই মেজাজের কথা দলে প্রথম বলেছিলেন পূজা বস্ত্রকার। তাঁর সেই কথাই মেনে চলতে চান বলে মনে করেন হরমনপ্রীত।
মিতালি রাজ অবসর নেওয়ার পর শ্রীলঙ্কা সফরে প্রথম বার সব ধরনের ক্রিকেটে অধিনায়ক করা হয় হরমনপ্রীতকে। সেই সিরিজ থেকেই খুনে মেজাজের ভারতীয় দলকে তৈরি করছেন তিনি। হরমনপ্রীত বলেন, “শ্রীলঙ্কা সফরে দলের সকলকে নিয়ে একটা মিটিং করি। সেখানে দলকে জিজ্ঞেস করি যে, আমাদের কী ভাবে খেলা উচিত। পূজা খুব ভাল উত্তর দেয়। ও বলেছিল খুনে মেজাজে খেলব। এখন আমরা সে ভাবেই খেলার চেষ্টা করছি। ম্যাচে হোক বা অনুশীলনে, এটা নিয়েই কথা বলি আমরা। পূজা সব সময় এরকম অদ্ভুত ভাবনা নিয়ে আসে।”
পূজা যদিও বার্মিংহামে আসতে পারেননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় করোনা আক্রান্ত হন তিনি। হরমনপ্রীত বলেন, “গত এক বছর ধরে ভাল খেলছে পূজা। সাধারণত সিনিয়র ক্রিকেটাররা নতুন ভাবনার কথা বলে। কিন্তু পূজা এই খুনে মেজাজের পরামর্শ দেয় এবং এটা নিয়ে বলে। আমার বেশ পছন্দ হয় এটা।”
Let The Games Begin! 👍 👍
— BCCI Women (@BCCIWomen) July 28, 2022
Drop a message in the comments below & wish #TeamIndia for the #B2022. 👏 👏 pic.twitter.com/KodanUxImS
বৃহস্পতিবার অনুশীলন করেননি হরমনপ্রীত। তিনি হোটেলেই ছিলেন। শুক্রবার ইংল্যান্ডে সকালে খেলা থাকায় বৃহস্পতিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানেও ভারতীয় ক্রিকেট দলের থাকার সম্ভাবনা কম। হরমনপ্রীত বলেন, “এখানে তিন দিন অনুশীলন করেছি আমরা। আবহাওয়া বোলারদের সাহায্য করবে। ব্যাটিংও ভাল হবে। মাঠে নেমে ঠিক মতো খেলতে পারছি কি না শুধু সেটা নিয়েই চিন্তা রয়েছে।”
কমনওয়েলথে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শুক্রবার এজবাস্টনে হবে সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ বার্বাডোজের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy