প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে চেন্নাই সুপার কিংস। হারের হ্যাটট্রিক হয়েছে তাদের। এই ধাক্কায় বেসামাল পাঁচ বারের আইপিএলজয়ী দল। সমস্যায় পড়েছে তারা। প্রথম একাদশে কাদের খেলাবেন ও কাদের বাদ দেবেন, তা বুঝতেই পারছেন না দলের কোচ স্টিফেন ফ্লেমিং।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং বলেন, “আমাদের সঠিক ভারসাম্য বাছতে হবে। টপ অর্ডার শক্তিশালী করতে দু’জন বিদেশি খেলিয়েছি। সেটা কাজে দেয়নি। এ বার এক জন বিদেশিকে সরাতে হবে। মিডল অর্ডারে কোনও বিদেশিকে খেলানো যেতে পারে। সবটাই পরীক্ষার স্তরে রয়েছে। সেরা একাদশ খোঁজার চেষ্টা করছি। এখনও পর্যন্ত পাইনি। যত তাড়াতাড়ি সম্ভব সেই ভারসাম্য পেতে হবে।”
এই মরসুমে পাওয়ার প্লে-তে সবচেয়ে খারাপ রানরেট চেন্নাইয়ের। শুরুর কয়েকটি ম্যাচে ওপেন করেছেন রাচিন রবীন্দ্র ও রাহুল ত্রিপাঠী। আগের ম্যাচে ত্রিপাঠীকে সরিয়ে খেলানো হয়েছে ডেভন কনওয়েকে। তার পরেও সাফল্য আসেনি। জেমি ওভারটনের বদলে মুকেশ চৌধরিকে খেলানো হয়েছে। তিনি চার ওভারে ৫০ রান দিয়েছেন। অর্থাৎ, কোনও সিদ্ধান্তই কাজে লাগছে না মহেন্দ্র সিংহ ধোনিদের।
ফ্লেমিং মেনে নিয়েছেন, পাওয়ার প্লে কাজে লাগানোর খেসারত তাঁদের দিতে হয়েছে। তিনি বলেন, “চেন্নাইয়ের উইকেট বাকি সব মাঠের থেকে আলাদা। এখানে শট খেলতে একটু সমস্যা হয়। কিন্তু বাইরের মাঠেও আমরা পারছি না। আমাদের কাছে বিকল্প রয়েছে। কিন্তু এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত কাজে লাগছে না। পাওয়ার প্লে কাজে লাগাতে না পারায় হারতে হচ্ছে। ওখানেই আমরা পিছিয়ে পড়ছি। শেষ দিকে চেষ্টা করে লাভ হচ্ছে না। এই সমস্যার সমাধানও আমাদের দ্রুত খুঁজতে হবে।”
আরও পড়ুন:
তবে কি আইপিএলের নিলাম ভাল ভাবে কাজে লাগাতে পারেনি চেন্নাই? এই অভিযোগ মানতে চান না ফ্লেমিং। তাঁর মতে, তাঁদের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল। এত বছর ধরে সেটাই করে এসেছেন। কিন্তু এ বার তা কাজে দিচ্ছে না। যে পরিকল্পনা করে যে যে ক্রিকেটারকে নিয়েছিলেন তাঁরা নিজেদের কাজ করতে পারছেন না।
চেন্নাইয়ের কোচ জানিয়েছেন, তিনি চেষ্টা করছেন দ্রুত সমস্যা সমাধানের। কিন্তু আপাতত সমাধান খুঁজে পাননি তিনি। ফ্লেমিং বলেন, “আমরা প্রতি বার নিজেদের শক্তি অনুযায়ী দল বানাই। সেই পরিকল্পনা করেই নিলামে ক্রিকেটার কিনি। এ বারও তাই করেছি। কিন্তু ক্রিকেটারেরা নিজেদের কাজ করতে পারছে না। একসঙ্গে সকলে খারাপ ফর্মে রয়েছে। এমনটা সচরাচর হয় না।”
মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই। শ্রেয়স আয়ারদের দলও বেশ শক্তিশালী। ফলে লড়াইটা সহজ হবে না চেন্নাইয়ের। পঞ্জাবের কাছে হারলে কিন্তু সমস্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে ধোনিদের।