বেন স্টোকসের রেকর্ড। টপকে গেলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামকে। ফাইল ছবি
ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্টে রেকর্ড গড়লেন বেন স্টোকস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামকে। প্রসঙ্গত, ম্যাকালাম এখন ইংল্যান্ডের কোচ। চোখের সামনেই নিজের রেকর্ড হাতছাড়া হতে দেখলেন তিনি।
মাউন্ট মাউনগানুইয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনে এই রেকর্ড গড়েছেন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভার চলছে তখন। নিউ জ়িল্যান্ডের বোলার স্কট কুগেলিনের তৃতীয় বলে ফাইন লেগের উপর দিয়ে ছয় মারেন তিনি। সেই সঙ্গেই রেকর্ড গড়ে ফেলেন। তিনটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৩১ রান করে আগ্রাসী ইনিংস খেলার পরে আউট হন স্টোকস। মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেটকিপার টম ব্লান্ডেল তাঁকে স্টাম্প করেন।
৯০টি টেস্ট ম্যাচে ১০৯টি ছয় মারলেন স্টোকস। তাঁর নামের পাশে ১২টি শতরান-সহ ৫৬৫২ রান রয়েছে। অন্য দিকে, ম্যাকালাম ১০৭টি ছয় মারতে নিয়েছেন ১০৭টি টেস্ট। তাঁর রান ৬৪৫৩। স্টোকসের মতো তিনিও ১২টি শতরান করেছেন।
Anything McCullum can do... Stokes can do better
— Cricket on BT Sport (@btsportcricket) February 18, 2023
The Captain overtakes the Boss to change the record books for most sixes in Test match history #NZvENG pic.twitter.com/IgPTeahU5D
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৮৯ এবং বেন ডাকেট ৮৪ রান করেন। জবাবে ৩০৬ রানে শেষ হয়ে যায় নিউ জ়িল্যান্ডের ইনিংস। টম ব্লান্ডেল শতরান করেন। ডেভন কনওয়ে করেন ৮৭। গোলাপি বলের টেস্টে প্রথম উইকেটকিপার হিসাবে শতরান করার নজির গড়েছেন ব্লান্ডেল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তোলে ৩৭৪। অর্ধশতরান করেন জো রুট, হ্যারি ব্রুক এবং বেন ফোকস। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ রানে ৫ উইকেট হারিয়েছে নিউ জ়িল্যান্ড। টেস্ট জিততে এখনও তাদের দরকার ৩৪৩ রান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy