Advertisement
০৬ নভেম্বর ২০২৪
australia cricket

IND vs AUS: বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সারবেন রোহিতরা

বিশ্বকাপের আগে ভারতীয় দলের সূচিতেও রয়েছে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ। জুনে দক্ষিণ আফ্রিকা আসবে ভারত সফরে। দু’দেশের মধ্যে হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। তার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সফরে গত বছর করোনার জন্য না হওয়া পঞ্চম টেস্ট ছাড়াও তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৬:১৯
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাইশ গজে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসবেন অ্যারন ফিঞ্চরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিন ম্যাচের সিরিজ খেলবে দুই দল। রোহিত শর্মারা ঘরের মাঠেই মুখোমুখি হবেন কুড়ি ওভারের বিশ্বচ্যাম্পিয়নদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেতাব ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। তাই প্রস্তুতিতে অতিরিক্ত নজর দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নেটে অনুশীলন ছাড়াও ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে চাইছেন কর্তারা। যাতে বিশ্বকাপের আগেই পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা সেরে নেওয়া যায়।

বিশ্বকাপের আগে ভারতীয় দলের সূচিতেও রয়েছে বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ। জুনে দক্ষিণ আফ্রিকা আসবে ভারত সফরে। দু’দেশের মধ্যে হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। তার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সফরে গত বছর করোনার জন্য না হওয়া পঞ্চম টেস্ট ছাড়াও তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

ভারত সফর ছাড়া ঘরের মাঠেও একগুচ্ছ সিরিজ খেলবে অজিরা। জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতেই বসবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE