স্মিথ বলেন, “এখানে খেলতে এসে ভাল লাগছে। আমরা অনেকেই প্রথম বার এখানে এসেছি। দারুণ উৎসাহ সকলের মধ্যে। আমরা জানি পাকিস্তানিরা ক্রিকেট নিয়ে কতটা আবেগপ্রবণ।”
—ফাইল চিত্র
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাশটন আগরকে হুমকি দেওয়া হয়েছে। যদিও সেই হুমকিকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থা। এমন অবস্থায় স্টিভ স্মিথ জানিয়েছেন, পাকিস্তানে তিনি নিজেকে অসম্ভব সুরক্ষিত মনে করছেন।
প্রথম টেস্টের আগে স্টিভ বলেন, “আমরা জানি নেটমাধ্যমে অনেক রকম খবর ছড়াতেই পারে। এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই পারে। এখানে আমাদের সঙ্গে অনেকে কাজ করছেন। পাকিস্তানে আমরা অসম্ভব সুরক্ষিত।” গত বছর সেপ্টেম্বরে খেলতে এসেও ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। খেলা শুরুর আগের মুহূর্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। ইংল্যান্ডের ছেলে এবং মেয়েদের খেলতে আসবে বললেও শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের মানসিক অবস্থা ঠিক নেই বলে।
স্মিথ বলেন, “এখানে খেলতে এসে ভাল লাগছে। আমরা অনেকেই প্রথম বার এখানে এসেছি। দারুণ উৎসাহ সকলের মধ্যে। আমরা জানি পাকিস্তানিরা ক্রিকেট নিয়ে কতটা আবেগপ্রবণ।”
৪ মার্চ থেকে শুরু পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট। তিনটি টেস্ট খেলবে দুই দল। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় মাথায় চোট পেয়েছিলেন স্মিথ। তার পর এই প্রথম পেসারদের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy