Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Asia Cup 2022

Asia Cup 2022: পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জার সেই হার! ১০ মাসে রোহিতরা এগিয়েছেন না পিছিয়েছেন?

রবিবার মাঠে নামবে ভারত এবং পাকিস্তান। একে অপরের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান।

রবিবার এশিয়া কাপে মুখোমুখি পাকিস্তান এবং ভারত।

রবিবার এশিয়া কাপে মুখোমুখি পাকিস্তান এবং ভারত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৩:৩০
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতেই ভারতকে হারতে হয়েছিল ১০ উইকেটে। সেই মাঠেই ফের মুখোমুখি দুই দল। মাঝের ১০ মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের পরিসংখ্যান কী বলছে? পাকিস্তান দলই বা কেমন খেলেছে তাদের ম্যাচগুলিতে? কোন কোন ক্রিকেটারের দিকে রাখতে হবে নজর?

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ২২টি ম্যাচে জয় পেয়েছে তারা। পাকিস্তান খেলেছে ১২টি ম্যাচ। জিতেছে ১০টি।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান।

ভারতের এই ২৮টি ম্যাচের মধ্যে সব থেকে বেশি রান করেছেন রোহিত শর্মা। তিনি ২০টি ম্যাচ খেলে করেছেন ৬২৩ রান। গড় ৩২.৭৮। সূর্যকুমার যাদব এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ১৮টি ম্যাচ খেলে করেছেন ৫২২ রান। গড় ৩৭.২৮। তৃতীয় স্থানে থাকা শ্রেয়স আয়ারকে যদিও এশিয়া কাপের দলে রাখা হয়নি। তিনি ১৭টি ম্যাচ খেলে করেছেন ৪৭৯ রান। গড় ৩৯.৯১।

বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপে তাঁর উপরেই ভরসা রাখছে ভারত। ২০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২৩টি উইকেট। চোটের জন্য হর্ষল পটেল নেই। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৭টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন তিনি। যুজবেন্দ্র চহাল ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে ভারতের সেরা ক্রিকেটাররা।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে ভারতের সেরা ক্রিকেটাররা।

পাকিস্তানের হয়ে বিশ্বকাপের সেই ম্যাচের পর টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান এসেছে মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনি ১২টি ম্যাচ খেলে করেছেন ৫১৮ রান। গড় ৪৭.০৯। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজম ১২ ম্যাচে করেছেন ৪১৪ রান। গড় ৩৪.৫০। তৃতীয় স্থানে ফখর জমন। ১১ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩২ রান। গড় ২৫.৭৭। বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট মহম্মদ ওয়াসিমের। ৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। ওয়াসিমের চোট চিন্তায় রেখেছে পাকিস্তানকে। দ্বিতীয় স্থানে থাকা শাদাব খান ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে থাকা হ্যারিস রউফ ১১ ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা ক্রিকেটাররা।

শেষ ১০ মাসে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা ক্রিকেটাররা।

শেষ ১০ মাসে দুই দলের টি-টোয়েন্টি ম্যাচ খেলার ফারাক অনেকটাই। নিজেদের ম্যাচে দাপট দেখিয়েছে দুই দলই। কিন্তু এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ন’বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এর মধ্যে ছ’টি ম্যাচে জিতেছে ভারত। দু’টি ম্যাচে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ টাই হয়েছে। বোল-আউটের পর সেই ম্যাচ জেতে ভারত।

টি-টোয়েন্টিতে ভারত বনাম পাকিস্তান।

টি-টোয়েন্টিতে ভারত বনাম পাকিস্তান।

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বাদ দিলে বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। রবিবার এশিয়া কাপের লড়াইয়ে নামতে চলেছে দুই দল। সেই ম্যাচের দিকেই তাকিয়ে দুই দেশের সমর্থকরা।

(গ্রাফিক: শৌভিক দেবনাথ)

অন্য বিষয়গুলি:

Asia Cup 2022 India VS Pakistan India vs Pakistan cricket Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy