ইরফান পাঠানকে টপকে গেলেন রবীন্দ্র জাডেজা। ফাইল ছবি
হংকংয়ের বিরুদ্ধে ৪০ রানে জিতে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গিয়েছে ভারত। আগামী রবিবার আবার হয়তো পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। হংকংয়ের বিরুদ্ধে ভারতের বোলিং বিভাগ আশাজনক পারফরম্যান্স করতে না পারলেও নজর কেড়েছেন রবীন্দ্র জাডেজা। এশিয়া কাপে ভারতের সফলতম বোলার হয়ে গেলেন তিনি। টপকে গেলেন ইরফান পাঠানকে (২২)।
এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছেন জাডেজা। ২০১০ সালে প্রথম বার এশিয়া কাপ খেলতে নেমে চার উইকেট নেন তিনি। ২০১২-তে একটি উইকেট পান। ২০১৪-য় সাতটি, ২০১৬-য় তিনটি এবং ২০১৮-য় সাতটি উইকেট নেন তিনি। এ বার এখনও পর্যন্ত একটি উইকেট পেয়েছেন তিনি। পাঠান সমস্ত উইকেটই পেয়েছিলেন ৫০ ওভারের ফরম্যাটে। জাডেজা ৫০ ওভারের পাশাপাশি ২০ ওভারের ফরম্যাটেও উইকেট পেয়েছেন।
এশিয়া কাপে সবচেয়ে সফল বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তাঁর পকেটে রয়েছে ৩০টি উইকেট। এ ছাড়া লাসিথ মালিঙ্গা (২৯), অজন্তা মেন্ডিস (২৬) এবং পাকিস্তানের সইদ আজমল (২৫) রয়েছেন। ২৩টি উইকেট নিয়ে জাডেজা রয়েছেন পাঁচ নম্বরে।
Of two stellar knocks, a dominating partnership, mutual admirations & much more 💥👌
— BCCI (@BCCI) September 1, 2022
𝐃𝐨 𝐍𝐨𝐭 𝐌𝐢𝐬𝐬 - Half-centurions @imVkohli & @surya_14kumar chat up after #TeamIndia's win against Hong Kong 👍 - by @ameyatilak
Full interview📽️👇 #AsiaCup2022 https://t.co/Hyle2h3UBQ pic.twitter.com/39Ol62g2Qf
বিরাট কোহলী এবং সূর্যকুমার যাদবের দাপুটে অর্ধশতরানের জেরে হংকংয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুই উইকেটে ১৯২ রান তোলে ভারত। জবাবে হংকং আটকে যায় ১৫২ রানে। ভারতের হয়ে জাডেজা এবং ভুবনেশ্বর কুমার ভাল বোলিং করলেও আবেশ খান এবং অর্শদীপ সিংহ প্রত্যাশা পূরণ করতে পারেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy