Asia Cup 2022: India may go for multiple changes in first eleven against Sri Lanks dgtl
Asia Cup 2022
শ্রীলঙ্কার বিরুদ্ধেও একাধিক পরিবর্তনের ভাবনা, কারা আসতে পারেন ভারতের প্রথম একাদশে
এশিয়া কাপে টিকে থাকতে হলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। রোহিতদের ভাবাচ্ছে দলের বোলিং। একাধিক পরিবর্তন হতে পারে প্রথম একাদশে। জাডেজার পরিবর্ত নিয়ে চলছে আলোচনা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ জন বোলার ছিলেন ভারতীয় দলে। ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্যরা বল হাতে পাক ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। সেরা ছন্দে নেই যুজবেন্দ্র চহালও। তাই শ্রীলঙ্কা ম্যাচে প্রথম একাদশে পরিবর্তনের কথা ভাবছেন রোহিতরা।
০২১২
ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গায় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্য ম্যাচের মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধেও ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মাই।
০৩১২
ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হবেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন রোহিত-রাহুল। যদিও কেউই বড় রান পাননি।
০৪১২
তিন নম্বরে নামবেন বিরাট কোহলী। এক মাস বিশ্রামের পর এশিয়া কাপে ছন্দে ফিরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
০৫১২
চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তিনি। হংকংয়ের বিরুদ্ধে আরও এক বার দেখিয়েছেন, ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারেন।
০৬১২
পাঁচ নম্বরে আসবেন হার্দিক পাণ্ড্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে সাজঘরে রেখে মাঠে নামবেন না রোহিতরা। বদলে যাওয়া হার্দিক ব্যাট এবং বল হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। যদিও আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারেননি।
০৭১২
ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে সম্ভবত আসবেন দীপক হুডা। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকর তিনি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে বোলার হিসাবে ব্যবহার করেননি রোহিত। রবিচন্দ্রন অশ্বিনও ভাবনায় আছেন। সে ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতে পারে।
০৮১২
প্রথম একাদশে ফিরতে পারেন দীনেশ কার্তিক। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে সাত নম্বরে দেখা যেতে পারে তাঁকে। সে ক্ষেত্রে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তিনিই।
০৯১২
খেলতে পারেন অক্ষর পটেল। বাঁ হাতি স্পিনারের ব্যাটিংয়ের হাতও খারাপ নয়। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা ভালই। তাতে বাড়বে ব্যাটিং গভীরতাও। আট নম্বরে নামবেন তিনি। চহালের বদলে প্রথম একাদশে আসতে পারেন অক্ষর।
১০১২
নবম স্থানে দেখা যেতে পারে আর এক স্পিনার রবি বিষ্ণোইকে। ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গা জোরে বোলারদের জন্য। দশ নম্বরে ব্যাট করতে আসবেন ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের ভারতীয় দলের তিনিই প্রধান বোলার।
১১১২
ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গা জোরে বোলারদের জন্য। দশ নম্বরে ব্যাট করতে আসবেন ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপের ভারতীয় দলের তিনিই প্রধান বোলার।
১২১২
ব্যাটিং অর্ডারের শেষ জায়গার জন্য লড়াই দুই তরুণ জোরে বোলারের। অর্শদীপ সিংহ এবং আবেশ খানের মধ্যে এক জন খেলবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আবেশকেই খেলানোর কথা ভাবছেন রোহিত-দ্রাবিড়রা।