এশিয়া কাপে জয় দিয়ে শুরু হার্দিক, রোহিতদের। ছবি: পিটিআই
দশ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ভারত। এ বার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। কোন পাঁচ কারণে পাকিস্তানকে হারাল ভারত? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
এক, গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।
দুই, ১৫তম ওভারে হার্দিক পাণ্ড্যের দু’উইকেট তুলে নেওয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মহম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।
তিন, দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।
চার, ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাডেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।
পাঁচ, পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজার ৫২ রানের জুটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy