আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলের রিটেনশন পর্ব শেষ। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন নিলাম নিয়ে। আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে। এ বারের পূর্ণ নিলাম ভারতে হওয়ার সম্ভাবনা নেই। কিছুটা সমস্যা তৈরি হয়েছে নিলাম শুরুর সময়কে কেন্দ্র করে।
প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।
বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াধে নিলামের আয়োজন করা হচ্ছে। সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি নিলামের তারিখ এবং জায়গা। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। সব কিছু হয়ে গেলেই সরকারি ভাবে সব ঘোষণা করা হবে।’’
২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিন দু’টি ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। যে টেলিভিশন চ্যানেল বর্ডার-গাওস্কর ট্রফি সম্প্রচার করবে, তারাই আইপিএলের নিলাম সম্প্রচার করবে। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
অস্ট্রেলিয়ার পার্থ এবং সৌদি আরবের রিয়াধের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। আবার গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর পক্ষে নয় একাধিক দল।
বোর্ড কর্তারা রিয়াধে গিয়ে নিলামের সম্ভাব্য জায়গা দেখে এসেছেন আগেই। সোমবার বোর্ডের আর একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন। তাঁরা সব কিছু চূড়ান্ত করবেন। জেড্ডা, সিঙ্গাপুর, দুবাই, ভিয়েনাও ছিল বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায়। সব কিছু খতিয়ে দেখে রিয়াধকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের দাবি মেনে ২৪ এবং ২৫ নভেম্বর ভারতীয় সময় বিকালের দিকে শুরু হতে পারে আইপিএলের নিলাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy