— প্রতিনিধিত্বমূলক চিত্র।
খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল এক ক্রিকেটারের। শুক্রবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে ঘটেছে এই ঘটনা। ভারতীয় বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে খেলার সময়ে মাঠেই তাঁর মৃত্যু হয়েছে। রেখে গেলেন স্ত্রী এবং তিন বছরের ছেলেকে।
‘সাল ফাইটার্স’ দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, “শারীরিক ভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিল ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। ও ব্যাট এবং বল দুটোই করেছে। মাঠে নিজের পজিশন নেওয়ার পর আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মিসফার একটি হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়। সেটি বন্ধ থাকায় ঘুবড়ার একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।”
অতীতে এই লিগে মহম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একই ভাবে মৃত্যু হয়েছিল। তার পরেও সচেতনতার অভাব রয়েছে তা স্পষ্ট। ধনেশের ক্ষেত্রে কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর চেষ্টা করা হয়েছিল কি না, সে প্রশ্নের জবাবে শ্রীজেশ বলেন, “আমরা এই বিষয়ে খুব বেশি ধারণা নেই। মাথা ঘুরে পড়ে গিয়েছে ভেবেই আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এমনিতে ও অন্যতম সেরা ফিট খেলোয়াড়দের একজন ছিল। নিয়মিত শুক্রবারের ম্যাচে খেলত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy