রোহিতকে শুভেচ্ছা রহাণের ফাইল চিত্র।
সদ্য টি২০ দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। এক দিনের দলের সহ-অধিনায়কও তিনি। অন্য দিকে আবার টেস্ট দলে বিরাট কোহলীর ডেপুটি অজিঙ্ক রহাণে। কিন্তু টেস্ট দলে সহ-অধিনায়ক হওয়ার জন্য সব সময় একটা প্রতিযোগিতা চলে তাঁদের মধ্যে। এ হেন রহাণে শুভেচ্ছা জানালেন রোহিতকে।
রবিবার নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে ১০০ শতাংশ সফল রোহিত। তাঁর এই কীর্তির পরেই শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে রহাণের তরফে। টুইট করে তিনি লেখেন, ‘সিরিজ জিতে দুরন্ত শুরুর জন্য রোহিতকে অভিনন্দন। এখনও অনেক জয় বাকি।’
Many congratulations @ImRo45 for a wonderful start with the series victory yesterday. Many more to come!
— Ajinkya Rahane (@ajinkyarahane88) November 22, 2021
ভারতীয় দলে বর্তমানে যে কয়েক জন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রোহিত ও রহাণে। সাদা বলের ক্রিকেটে রোহিত অনেক বছর ধরে খেললেও টেস্ট দলে জায়গা পাকা করতে অনেক সময় লেগেছে। সেখানে টেস্ট দলে বহু বছর ধরে খেলছেন রহাণে। অন্য দিকে তাঁর আবার জায়গা হয় না সাদা বলের ক্রিকেটে। তাই দু’টি ফরম্যাটে বিরাটের ডেপুটি আলাদা।
এখন অবশ্য ছবিটা কিছুটা আলাদা। ওপেন করতে নেমে টেস্ট দলেও নিজের জায়গা পাকা করেছেন রোহিত। তাই কোহলীর সহ-অধিনায়ক হিসাবে বার বার উঠে এসেছে তাঁর নাম। কিন্তু রহাণের উপরেই আস্থা রেখেছে বোর্ড। কোহলী বিশ্রামে থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক রহাণে। অন্য দিকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকেও। অর্থাৎ আসন্ন সিরিজে একসঙ্গে খেলতে দেখা যাবে না রোহিত-রহাণেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy