অদ্ভুত ঘটনা মুম্বই এবং জম্মু-কাশ্মীরের রঞ্জি ট্রফির ম্যাচে। তৈরি হল বিতর্কও। আউট হলে সাজঘরে ফিরে গিয়েছিলেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যাট করতে মাঠে নেমে পড়েন শার্দূল ঠাকুরও। কিন্তু আবার রাহানেকেই ব্যাট করার জন্য ডেকে পাঠালেন আম্পায়ারেরা।
উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহানে। মাঠের আম্পায়ার রাহানেকে আউট ঘোষণা করেন। তিনিও আউট হয়েছেন বুঝে সাজঘরে ফিরে যান। মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে নেমে পড়েন শার্দূল। এর পর টেলিভিশন রিল্পেতে দেখা যায়, রাহানে যে বলটিতে আউট হন, সেটি ‘নো’ ছিল। তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারি নিতিন গোয়েল রাহানকে আবার ব্যাট করতে নামতে বলেন। সাজঘরে ফিরে যেতে বলেন শার্দূলকে। তিনি জানান প্রযুক্তিগত কারণে মাঠের আম্পায়ারদের সঙ্গে যোগাযোগের সমস্যা হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। রাহানে আসলে আউট হননি। দ্বিতীয় বার সুযোগ পেয়েও রাহানে অবশ্য সুবিধা করতে পারেননি। ৩৬ বলে ১৬ রান করে আউট হয়ে যান এই ঘটনার দু’ওভার পরেই। এ বার তিনি মাঠ ছাড়ার আগেই দেখে নেওয়া হয় বলটি বৈধ ছিল কি না। তখন ব্যাট করতে নামেন সেই শার্দূলই।
কেন এমন হল? নিতিন বলেছেন, ‘‘মাঠের আম্পায়ারের সঙ্গে ওয়াকি টকিতে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তখন তিনি অন্য চ্যানেলে থাকায় কথা বলা সম্ভব হয়নি। রাহানেকেও মাঠের আম্পায়ার অপেক্ষা করতে বলেননি। সেটাও আমরা টেলিভিশন স্ক্রিনে দেখেছি। তবে বলটা ‘নো’ ছিল। তা নিয়ে কোনও সন্দেহ নেই। ঘটনার ফুটেজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পাঠানো হয়েছে।’’
আরও পড়ুন:
এই ঘটনায় অবশ্য বিতর্ক তৈরি হয়েছে। জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের দৃশ্যতই অসন্তুষ্ট দেখিয়েছে। সে সময় মাঠের আম্পায়ার কেন ওয়াকি টকির অন্য চ্যানেলে ছিলেন বা তৃতীয় আম্পায়ারের জন্য অপেক্ষা করেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।