গত মরসুমের কেকেআর দল। — ফাইল চিত্র।
আইপিএলের ১৭টি মরসুমে ইডেন গার্ডেন্স ছাড়াও অন্য মাঠে ‘হোম ম্যাচ’ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে কটকের বরাবাটি স্টেডিয়াম রয়েছে। সব ঠিক থাকলে আরও একটি ‘হোম গ্রাউন্ড’ পেতে পারে কেকেআর। পরের বছর ত্রিপুরার আগরতলার নরসিংহগড়ের স্টেডিয়ামে খেলতে পারে তারা। ত্রিপুরা ক্রিকেট সংস্থার (টিসিএ) এক কর্তা এ কথা জানিয়েছেন।
২০১৭ সাল থেকে নরসিংহগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। আনুমানিক ১৮৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। তবে স্টেডিয়াম তৈরির কাজ এখনও শেষ হয়নি। যদিও সেটি আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী এক কর্তা।
টিসিএ সচিব সুব্রত দে সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, “রাজধানীর মাঝে নরসিংহগড়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছু দিন আগেই ঘুরে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। উনি জানিয়েছেন, পরের বছর ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে গেলে সেটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে ধরা হবে। না হলে অন্য কোনও রাজ্যের কথা ভাবা হবে।”
সুব্রতের সংযোজন, “আইপিএলের ম্যাচ আয়োজন করার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কাছে। তাই দ্রুত কাজ শেষ করতে আমরা একটি জনপ্রিয় সংস্থাকে দায়িত্ব দিয়েছি। টিসিএ প্রতি মুহূর্তে কাজের পর্যবেক্ষণ করবে। যদি সেই সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে তা হলে অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।”
গত সাত বছরে স্টেডিয়ামের ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তবে তৈরির সময়সীমা ছিল ২২ মাস। সুব্রত জানিয়েছেন, বৃহস্পতিবার টিসিএ-র সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য পুরোদমে ঝাঁপানো হচ্ছে।
(ভ্রম সংশোধন: এই প্রতিবেদন প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল কেকেআর অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলেছে। এই তথ্যটি ঠিক নয়। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy