Advertisement
০১ নভেম্বর ২০২৪
Mukesh Kumar

৬ উইকেট বাংলার মুকেশের, শতরানের মুখে সুদর্শন, অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে লড়াই ভারত ‘এ’-র

প্রথমে মুকেশ কুমারের ৬ উইকেট। পরে সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলের দাঁতচাপা লড়াই। তিন ক্রিকেটারের সৌজন্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত ‘এ’।

cricket

মুকেশ কুমার। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৮:৪৪
Share: Save:

প্রথমে মুকেশ কুমারের ছ’উইকেট। পরে সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলের দাঁতচাপা লড়াই। এই তিন ক্রিকেটারের সৌজন্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত ‘এ’।

প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ‘এ’। অস্ট্রেলিয়া ‘এ’ শেষ হয়ে যায় ১৯৫ রানে। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারত ‘এ’ দলের সেরা বোলার মুকেশ। দিনের শেষে ভারত ‘এ’ এগিয়ে ৮৮ রানে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভাল হয়নি। আবারও ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড় (৫) এবং অভিমন্যু ঈশ্বরণ (১২)। ৩০ রানে ২ উইকেট হারায় ভারত ‘এ’। সেখান থেকে হাল ধরেন সুদর্শন এবং পাড়িক্কল। বিপক্ষের বোলারদের আগ্রাসন সামলে এখনও পর্যন্ত ১৭৮ রানের জুটি গড়েছেন তাঁরা। পাড়িক্কল ঠান্ডা মাথার ইনিংস খেলেছেন। বড় শটের থেকে মন দিয়েছেন খুচরো রানে। খারাপ বলে মেরেছেন। অন্য দিকে সুদর্শনের ব্যাট থেকে কিছু ভাল শট দেখা গিয়েছে। শর্ট বোলিংয়ে আগ্রাসী খেলেছেন তিনি।

৯৯ রানে ৪ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া ‘এ’। আগের দিনই দু’টি উইকেট ছিল মুকেশের। এ দিন শুরুতেই কুপার কনোলিকে ফেরান মুকেশ। তাঁর চতুর্থ শিকার জশ ফিলিপ। অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে ফেরান নীতীশ রেড্ডি। ১৩৬ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া ‘এ’। তবে টড মার্ফি (৩৩) এবং ফার্গাস ও’নিলের (১৩) ৪১ রান যোগ করেন অষ্টম উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণ ফেরান ও’নিলকে। ব্রেন্ডন ডকেটকে আউট করেন ষষ্ঠ উইকেট নেন মুকেশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE