আবিদ আলি। ফাইল ছবি
হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল আবিদ আলির। পাকিস্তানের টেস্ট ওপেনারের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। এখন তিনি সুস্থই আছেন বলে জানা গিয়েছে। তাঁর রিহ্যাবও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
করাচিতে কুয়েদ-ই-আজম ট্রফির ম্যাচ চলাকালীন বুকে ব্যথা এবং অস্বস্তি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবিদকে। সেখানে বিভিন্ন পরীক্ষার পরে হৃদযন্ত্রের চিকিৎসকরা জানান, আবিদ ‘অ্যাকিউট করোনারি সিনড্রোম’-এ আক্রান্ত। অর্থাৎ, হৃদযন্ত্রে রক্ত সরবরাহে কোনও ব্লকেজ রয়েছে।
Update on Abid Ali:
— Pakistan Cricket (@TheRealPCB) December 23, 2021
Abid Ali on Thursday commenced his rehabilitation.
As part of his rehabilitation process, he did light walking in the morning without showing any discomfort. He will continue his rehab in the hospital until he is discharged early next week
পাক ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেছেন, “আবিদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং একটি শিরায় স্টেন্ট বসানো হয়েছে।” আবিদ ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেছেন। সকালে হাঁটাচলা করেছেন। কোনও অস্বস্তি হয়নি। আপাতত হাসপাতালেই রিহ্যাব করবেন তিনি। আগামী সপ্তাহের শুরুর দিকে তাঁকে ছাড়া হবে।
সেন্ট্রাল পঞ্জাবের হয়ে খেলা আবিদ ৬১ রানে ব্যাটিং করছিলেন। তার পরেই শারীরিক অসুস্থতার কথা জানান। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরে তাঁর অসুস্থতার কথা জানায় বোর্ড। হাসপাতাল থেকেই সমর্থকদের আশ্বাস দিয়ে আবিদ জানান, তিনি ভাল আছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy