Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
India A

India A: ‍‘এ’ দলে ঈশান, অভিমন্যু

দক্ষিণ আফ্রিকায় তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় ‍‘এ’ দল। সমস্ত ম্যাচ হবে ব্লুমফন্টেনে।

আবির্ভাব: গতির তুফান তোলা উমরান ভারতীয় ‘এ’ দলে।

আবির্ভাব: গতির তুফান তোলা উমরান ভারতীয় ‘এ’ দলে। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০৫:৪১
Share: Save:

ভারতীয় ‍‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন ও ঈশান পোড়েল। ১৪ সদস্যের দলে তিনি ছাড়াও সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। অধিনায়ক গুজরাতের প্রিয়ঙ্ক পাঞ্চাল। সফর শুরু ২৩ নভেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকায় তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় ‍‘এ’ দল। সমস্ত ম্যাচ হবে ব্লুমফন্টেনে।

জম্মু ও কাশ্মীরের ২১ বছর বয়সি ডান হাতি পেসার উমরান তাঁর গতির জন্য এ বারের আইপিএলে প্রশংসিত হয়েছেন। তিনি এ পর্যন্ত একটি লিস্ট ‍‘এ’ ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও লাল বলে কোনও ম্যাচ খেলেননি। চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে চার ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি। তাঁকে দলে রেখেছেন নির্বাচকেরা। এ ছাড়াও দলে রয়েছেন পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কল, নবদীপ সাইনি ও রাহুল চাহাররা। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ‍‘এ’ দলের প্রথম ম্যাচ ২৩-২৬ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর-২ ডিসেম্বর, তৃতীয় ম্যাচ ৬-৯ ডিসেম্বর।

অন্য বিষয়গুলি:

India A Abhimanyu Eashwaran Ishan Porel Umran Malik South Africa A
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy